কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী লড়াই সম্ভব নয়ঃ সঞ্জয় রাউত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার বিকেলে শরদ পাওয়ারের বাসভবনে ‘রাষ্ট্রমঞ্চ’ এর বৈঠক নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। বৈঠকে আমন্ত্রণ পেয়েও অনুপস্থিত ছিলেন কংগ্রেস নেতারা। কিন্তু কংগ্রেস ছাড়া মোদি সরকারের বিকল্প শক্তি তৈরি সম্ভব নয়। দাবী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৃতীয় ফ্রন্টের কোনও প্রয়োজন নেই। এনসিপি প্রধান শরদ পাওয়ারও একই মন্তব্য পেশ করেছেন। শিবসেনা তাঁর মুখপত্র ‘সামান্না’ তে একই মন্তব্য পেশ করেছে। কংগ্রেস নিয়ে আমারও একই ধারনা রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসকে বাদ দিয়ে জোট সম্ভব নয়। যেখানে সমস্ত বিরোধী দলগুলিকে একজোট করার কাজ শুরু হয়েছে, সেখানে কংগ্রেস ছাড়া জোট অসম্পূর্ণ।
রাজনৈতিক মহলের মতে, জাতীয় রাজনীতিতে অন্যান্য দলগুলি একজোট হলেও বিজেপি বিরুদ্ধে এককভাবে লড়াইয়ের ক্ষমতা রয়েছে কংগ্রেস। আর তৃতীয় জোট তৈরি হলে সেখানে ফায়দা তুলতে পারে বিজেপি।
মঙ্গলবার বিকেলে শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেস, বাম, আরএলডি, সমাজবাদী পার্টি সহ আট দলের নেতৃত্বরা।
টিকা কাণ্ডের অভিযুক্তের সঙ্গে ক্রমশ স্পষ্ট হচ্ছে শাসক যোগ, কালি মোছার মরিয়া চেষ্টা তৃণমূলের
রাজনৈতিক মহলের ধারণা ওই দিন থেকে শুরু হল তৃতীয় ফ্রন্ট গঠনের প্রক্রিয়া। যদিও শরদ পাওয়ার জানিয়েছেন, ওই দিনের বৈঠকে তৃতীয় ফ্রন্ট নিয়ে কোনও আলোচনা হয়নি। যদি কোনও দিন হয় তাহলে তা গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হবে। একইসঙ্গে বিজেপি বিরোধীতায় রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতাদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি।
যদিও জোট নিয়ে কংগ্রেসের মন্তব্য, ভবিষ্যতে তৃতীয় ফ্রন্ট তৈরি হলে তাতে ফায়দা তুলতে পারে বিজেপি। এমনকি ভোট কমতে পারে কংগ্রেসেরও। তবে আগামী দুই বছে বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনের কথা ভেবে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ কংগ্রেস৷
কিন্তু বিরোধী দলগুলি সম্মিলিত সরকার তৈরি হলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? সেনিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কারণ, মোদি-শাহকে পরাস্ত করতে প্রয়োজন বিরোধী পক্ষের জনপ্রিয় মুখের। সেই উত্তর খুঁজে বের করতে না পারলে ১৯ মতোই লাভবান হতে পারে গেরুয়া শিবির।