এবার আমাদের পালা ” ওদের ” থেকে কিছু শেখার
রাহুল গুপ্ত
করোনা ভাইরাস এখন গোটা বিশ্বের বাজারে বেশ পরিচিত এক নাম , চর্চিতও বটে। যার জন্য আজ আমার আপনার চেনা মানুষেরা আজ কতটা না দূরে , আরও দূরে। পরিচিত জায়গা গুলো যেন অপরিচিত , অজানা ভাবে ঘুমিয়ে আছে চারিদিকে।
করোনা ছোবলে মানুষ ঘরবন্দি। কিন্তু আমরা যারা সাংবাদিকতায় বাঁচি কিংবা মরি তাদেরকে বাড়ি থেকে বেরোতেই হবে, খবরের সন্ধানে।
করোনা আবহে শিখলাম বেশ কিছু নতুন শব্দ যেমন ধরুন লক ডাউন , হোম করেন্টাইন , ক্লাস্টার এরিয়া আবার ঠিক তেমনই রেড , অরেঞ্জ কিংবা গ্রীন জোন ইত্যাদি। এই পর্বে উঠে এলো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও যা আপনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না।
আমরা যারা শহুরে কালচারে বড়ো হয়েছি কিংবা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি , আমাদের কাছে গ্রাম কিংবা বাকি জেলা গুলোর ক্রমবর্ধমান উন্নতি চোখে পরে না । পাছে ওরা আমাদের থেকে এই বুঝি এগিয়ে গেলো এই অনুভূতি কাজ করে। এই বুঝি হেরে গেলাম ওদের কাছে।
কিন্তু সত্যি তো তাই ই হলো করোনা আবহে। কলকাতা , আধুনিকতার শহর , মেধার শহর , বিদ্দজনেদের নগরী। আমরা সব জানি – সবজান্তা। সত্যি কি তাই ??
লকডাউনে শীর্ষে কলকাতা বলছে সমীক্ষা
তাহলে এই করোনা কাঁটায় আমরাই মশাই রেড জোনে রয়েছি , শিক্ষিত মানুষের হার বেশি এই শহরে – আমরাই এই রেড জোনে। নেই এতটুকুও সতর্কতা পালন করার মানসিকতা। শুধুই রকের সবজান্তা গুলতানি আড্ডায় যদি করোনা চলে যেতো দাদা , তাহলে সবাই একসাথে বসে আড্ডাই মারতাম।
অন্যদিকে দেখুন জেলা বীরভূম ,বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সম্পূর্ণ গ্রিন জোনে বিরাজ করছে। ধরে নেওয়া যাক তর্কের খাতিরে সেখানে শিক্ষিত কম (আমি বিশ্বাস করি না ) । একসময় পিঁপড়ে ডিম্ খেয়ে এখানকার মানুষ জীবনযাপন করতো , সেই জেলা আজ করোনা কাঁটায় নিজেদের কে গ্রীন জোনে রাখতে পেরেছে।
ভাবতেও অবাক লাগলেও ভালো লাগছে বেশ ওই জেলাগুলি র মানুষের দায়িত্ববোধকে। তাই আজ এই যুদ্ধে এগিয়ে থাকা জেলা বীরভূম ,বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এর মানুষজনদের কুর্নিশ জানাই।
হ্যাঁ , আমাদের শেখার দরকার আছে বৈকি আপনাদের থেকে। কলকাতা শিখুক , হাওড়া শিখুক ওই জেলাগুলোকে থেকে ।
সব দোষ রাজনৈতিক নেতাদের উপর না ছেড়ে আসুন না শহর, গ্রাম সব আজ পাশে থেকে শিখুক একে অপরের থেকে।
সত্যি শহরের বোদ্ধা মানুষগুলো আজ খানিকটা হলেও হয়তো মানবেন যে ওদের থেকে শিখে আমার আপনার অঞ্চলকে রেড থেকে গ্রীনে করতে হবে।
শক্ত নয় , আমরাই পারবো। নেই কোনো হার জিৎ , দরকার নিজেকে , নিজের আপনজনেদের , এই রাজ্য , দেশকে বাঁচানোর তাগিদ।