#FightAgainstCorona ফিফার বিশ্বব্যাপী প্রচারে সামিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান

রাষ্ট্রপুঞ্জ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী প্রচারে ফিফার সঙ্গে যোগ দিয়েছে মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুলের মতো ক্লাবগুলি । 

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- নোভেল করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব । ইতিমধ্যেই বিশ্বের একাধিক ফুটবল ফেডারেশনগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফিফা ।  

শুধুমাত্র নিজেদের ক্লাবকে বাঁচানোই নয় তার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে সাহায্যের হাত বাড়িয়েছে ক্লাবসংগঠনগুলি । সেই পথে হেঁটে রাজ্যের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান । 

এবার সচেতনতা প্রচার সরাসরি যুক্ত হল ময়দানের দুই প্রধান প্রতিদ্বন্দী ।

রাষ্ট্রপুঞ্জ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী প্রচারে ফিফার সঙ্গে যোগ দিয়েছে মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুলের মতো ক্লাবগুলি । 

#BeActive-এ সামিল ইস্টবেঙ্গল -মোহনবাগানও

সেই তালিকাতেই রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল । করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্বের প্রায় সব দেশেই লকডাউন । 

যার জেরে গৃহবন্দি অসংখ্য মানুষ । তাদের জন্যই মূলত প্রচার করা হবে । 

কীভাবে গৃহবন্দি অবস্থায় শরীরকে ফিট রাখা সম্ভব, কীভাবে এই সময় সুস্থ থাকবেন, এসবই প্রচারের বিষয়বস্তু । প্রচারের পোশাকি নাম #BeActive।

ভিডিও বার্তার মাধ্যমে বিশ্বের কিংবদন্তী ফুটবলাররা জানাবেন, ঘরে থেকেই বাইরে না বেরিয়ে শরীরকে কীভাবে ফিট রাখতে হবে । 

প্রতিটি মানুষের কাছে একটিই বার্তা পৌঁছে দিতে চায় ক্লাবগুলি । 

প্রতিদ্বন্দ্বিতা ভুলে মারণ ভাইরাসকে প্রতিহত করতে সুরক্ষিত থাকা আর শরীরকে ফিট রাখা অত্যন্ত জরুরি। 

ফিফা জানাচ্ছে, ফুটবলার ও কোচেরা স্বাস্থ্য সচেতনতা নিয়ে ভিডিও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন । 

সোমবার #BeActive ক্যাম্পেনের উদ্বোধন করে ফিফা । তারপরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা প্রচারে শামিল হতে আহ্বান জানায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানকেও । 

Fifa-র ডাকে সাড়া দিয়েই #BeActive ক্যাম্পেনে যোগ দেয় শহরের দুই শতাব্দী প্রাচীন ক্লাব । 

WHO জানিয়েছে, অনলাইনে শরীরচর্চার ক্লাস, ড্যান্স, জাম্পিং রোপ, ভিডিও গেম, ব্যালেন্স ট্রেনিংয়ের মাধ্যমে স্বাস্থ্য সচেতন হতে হবে সকলকে । 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই প্রচারকে প্রতিটি মানুষের ঘরে পৌঁছানোর উদ্দেশেই এগিয়ে এসেছে ফিফা ।

সম্পর্কিত পোস্ট