অবশেষে পুলিশের জালে আনন্দপুর কান্ডের অভিযুক্ত অভিষেক পান্ডা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিন দিন ধরে অধরা থাকার পর অবশেষে পুলিশের জালে আনন্দপুর কান্ডের অভিযুক্ত অভিষেক পান্ডা ওরফে অমিতাভ বসু। মঙ্গলবার দমদম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ফেসবুকে আলাপ পঞ্চসায়রের এক ব্যাঙ্ক কর্মী তরুণীর সঙ্গে দেখা করতে শনিবার আনন্দপুর এলাকায় গিয়েছিল অভিযুক্ত। রাত বাড়তে থাকায় বাড়ি ফেরার অনুরোধ করে ওই তরুণী।
কিন্তু পঞ্চসায়রের দিকে গাড়ি না নিয়ে গিয়ে অন্যদিকে নিয়ে যায় অভিযুক্ত। এরপর তরুণীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে যুবক। চলে মারধরও।
সেইসময় পথ চলতি এক দম্পতির সহযোগীতায় ওই তরুণী প্রাণে বেঁচে যায়। পরস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে যুবক। উদ্ধারকারী মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় সে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-number-of-covid-victims-has-increased-again-the-number-of-deaths-is-worrying-india/
ঘটনায় তদন্ত করতে নেমে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সুত্রের খবর, অভিযুকের নাম অভিষেক পান্ডা। বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল।
কিন্তু স্ত্রীর ওপর মানসিক এবং শারীরিক অত্যাচারের কারণে সম্পর্কে বিচ্ছেদ আনেন সেই মহিলা। এরপরই পঞ্চসায়রের তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর।
নির্যাতিতা তরুণী এবং তাঁর মায়ের থেকে পাওয়া তথ্য ও মোবাইল নম্ভর ট্র্যাক করেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।