চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেফতার ৩

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আবার সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পুলিশের। জানা গেছে বালুরঘাট থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে কিছু প্রতারক ব্যক্তি চাকরি দেবার নাম করে বেকার যুবক-যুবতীদের কাছে টাকা তুলছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্রের নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে পুলিশ তিনজন প্রতারকের খোঁজ পায়।

তারপরে পুলিশ বালুরঘাট শহর থেকে বালুরঘাট শহরের বাসিন্দা বিশ্বনাথ হালদার, বিহারের বাসিন্দা গোবিন্দ সিং ও নৈহাটির বাসিন্দা নন্দকিশোর শ্রীবাস্তব নামে তিনজনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ডায়মণ্ডহারবারে উঠল ২০ টন ইলিশ

পুলিশ সূত্রে জানা গেছে এই ধৃত ব্যক্তিদের কথার মধ্যে কোন সঙ্গতি নেই। তারা কখনো বলছে তারা স্বাস্থ্য দপ্তরের কাজ দেবার নাম করে টাকা তুলছে আবার কখনো বলছে পেস্ট কন্ট্রোলে চাকরি দেবার নাম করে টাকা তুলেছে। এরা মূলত স্বাস্থ্য দপ্তরে কাজ দেওয়ার নাম করে টাকা তুলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা গেছে পুলিশ তিনদিন আগে এই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে কোর্টে তুললে কোর্ট তাদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।  আজ পুলিশের তরফ থেকে এই তিনজনকে রিমান্ড ব্যাক করা হয়।

সম্পর্কিত পোস্ট