Municipal Election Result : জেনে নিন চার পুরভোটের সম্ভাব্য ফল

দ্য কোয়ারি ডেস্ক:  আজ মেগা সোমবার। রাজ্যের চার পুরনিগমের ভোট গণনার পাশাপাশি উত্তরাখণ্ড, গোয়া ও উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। অবশ্য এই প্রতিবেদন প্রকাশিত হতে হতে ভোট গণনা শুরু হয়ে যাবে বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়িতে।

চার পুরনিগমের ভোটের প্রাথমিক প্রবণতা আসতে আসতে সকাল ৯ টা বেজে যাবে। তার আগে এই চার পুরনিগমের ভোটের ফলের একটা সম্ভাব্য পূর্বাভাস আপনাদের সামনে রাখার চেষ্টা করছি।

আমাদের হিসাব অনুযায়ী বিধাননগর ও চন্দননগর পুরসভায় একচেটিয়া সাফল্য পেতে চলেছে রাজ্যের শাসক দল। আসানসোলে ভোটেকাটাকাটির খেলা বেশ জমে উঠবে। যদিও কান ঘেঁষে হলেও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে তৃণমূল। তবে শিলিগুড়িতে সম্ভবত এই প্রথম বোর্ড দখল করতে চলেছে বিজেপি।

৪১ ওয়ার্ডের বিধাননগর পুরসভায় তৃণমূল ৩৫ টি ওয়ার্ডের জয়ী হতে পারে। এখানে বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে বামেরা।

চন্দননগর পুরসভার ৩৩ টি ওয়ার্ডের মধ্যে ৩২ টি তে ভোট হয়েছে। তৃণমূল একাই ২৬ টি ওয়ার্ডে জিততে পারে। এখানেও বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসার প্রবল সম্ভাবনা আছে।

১০৬ ওয়ার্ডের আসানসোলে সংখ্যাগরিষ্ঠতার জন্য যে কোনও পক্ষকে কমপক্ষে ৬৪ টি ওয়ার্ডে জিততে হবে। আমাদের পূর্বাভাস অনুযায়ী তৃণমূল ৬০-৭২ টি ওয়ার্ডে জিততে পারে। এখানে বামেরা বিধানসভা ভোটের ক্ষত অনেকটা মেরামত করলেও শেষ পর্যন্ত তৃতীয় স্থানেই থাকবে। বিজেপির ৩০-৪০ টি ওয়ার্ডে জয়ী হওয়ার সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গের একমাত্র পুরনিগম শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ড আছে। এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনও পক্ষকে কমপক্ষে ২৪ টি ওয়ার্ডে জয়ী হতে হবে। আমাদের পূর্বাভাস অনুযায়ী বিজেপি ২২-৩২ টি ওয়ার্ডে জিতে শিলিগুড়ি দখল করতে পারে।

এখানেও বামেরা তৃতীয় স্থানে থাকবে। তবে তারা একেবারে শূন্য হাতে ফিরবে না। সম্ভবত ৫-৬ টি ওয়ার্ডে জিতবে বাম প্রার্থীরা। তবে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য নিজেই হেরে যেতে পারেন।

সম্পর্কিত পোস্ট