ঢালিউডের উত্তেজনাময় ভোটের ফল জেনে নিন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানটান উত্তেজনার অবসান। অবশেষে সামনে এল বাংলাদেশ শিল্পী সংসদ নির্বাচনের ফল। আর ফল প্রকাশ পেতেই যুযুধান দুই প্যানেলে আনন্দের পাশাপাশি মন খারাপও ছড়িয়ে পড়েছে। কারণ কোনও প্যানেলই পুরোপুরি জয়ী হতে পারেনি। বলা যেতে পারে এই ফল সবার পক্ষেই মিশ্র।
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীরা বা ঢালিউডের তারকারাই এই নির্বাচনের ভোটার ছিলেন। ক্ষমতায় থাকা মিশা সওদাগর-জায়েদ খান জুটির পাল্টা প্যানেল নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন প্রতিবেশী দেশটির মহাতারকা ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার জুটি। প্রত্যেকেই পূর্ণাঙ্গ প্যানেল অর্থাৎ ২২ জনের তালিকা নিয়ে ভোট ময়দানে অবতীর্ণ হন। সপ্তাহখানেক ধরে বাংলাদেশের যাবতীয় সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শিল্পীদের এই নির্বাচন।
শুক্রবার শিল্পী সংসদের ভোট হয়। মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোট দিয়েছিলেন। তার মধ্যে ২৬ টি ভোট নানা কারণে বাতিল হয়ে যায়। তবে ফল বের হতে দেখা গেল সভাপতি পদে ক্ষমতায় থাকায় মিশা সওদাগরকে হারিয়ে সুপারস্টার ইলিয়াস কাঞ্চন জয়ী হয়েছেন। কিন্তু সম্পাদক পদে তাঁর প্যানেলের নিপুণ আক্তার হেরে যান। তাঁর থেকে মাত্র ৫ টি ভোট বেশি পেয়ে পুনরায় সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।
Ghulam Nabi Azad : কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করতে চলেছেন গুলাম নবি আজাদ
সংগঠনের বাকি পদ এবং কার্যকরী সমিতির দুই প্যানেলের কেউ হেরেছেন, কেউ জিতেছেন। তবে কার্যকরী সমিতির জয়ী সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফিরদৌস। টলিউডের একাধিক সিনেমায় কাজ করা ফিরদৌস ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
শুক্রবার উৎসবের মেজাজে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের এই ভোট হয়েছিল। শনিবার ভোরে ভোটের ফল প্রকাশ্যে আসে। আর সেই ফল থেকে পরিষ্কার সেখানে রাজনীতি থাবা বসাতে পারেনি। বরং উভয় প্যানেল থেকেই শিল্পীরা আগামী দু’বছরের জন্য তাঁদের পছন্দমতো মুখ বেছে নিয়েছেন।