কৃষক আন্দোলনে মদত! হান্নান মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সর্বভারতীয় কিশান সভার যুগ্ম সম্পাদক তথা সিপি(আই)এম পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের। দিল্লি পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে দ্য কোয়ারিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এটা সত্যি। মোদি সরকারের পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার তাঁর কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ দেশজুড়ে ‘কালো আইন’ কৃষকদের মৃত্যুর পরোয়ানার সমানঃ হান্নান মোল্লা

তিনি আরও বলেন, ২৫ সেপ্টেম্বর তিনটি কৃষক আইন পাশ হওয়ার পরেই সারা দেশজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। আমরা দিল্লিতেও আন্দোলন শুরু করেছিলাম। তারপর জল অনেক দুর গড়িয়েছে। তিনি বলেন, এই মুহুর্তে দিল্লির আন্দোলনের সংগঠক তিনি।

গত তিনমাস ধরে চলা কৃষক আন্দোলনে শামিল হয়েছেন সারা দেশের কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্য থেকে আসা কৃষকরা দিল্লি সীমান্তে আন্দোলনে শামিল হয়েছেন।

কৃষক আন্দোলনের উত্তাপ কমাতে তৎপর কেন্দ্র সরকার। বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে টানা আট ঘন্টার বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধানসূত্র। নতুন আইনে বদল চেয়ে কৃষকদের সঙ্গে বৈঠক হয় বলে জানান কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। পাল্টা নতুন আইন প্রত্যাহারের দাবীতে এখনও অবধি অনড় কৃষকরা। শনিবার আরও এক দফায় কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র সরকার। তার আগে শুরু হয়েছে পাঞ্জাবের কৃষক সংগঠনগুলির বৈঠক।

সম্পর্কিত পোস্ট