ঐশী ঘোষের নামে মামলা দায়ের, নতুন করে শুরু জল্পনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার আলো নিভিয়ে সবরমতী হোস্টেলে হামলা চালায় ৭০ জনের দুষ্কৃতী দল। হামলায় গুরুতরভাবে আহত জেএনইউ ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ। ক্ষতের পরিমাণ এতটাই বেশী ছিল যে মাথায় ১৬ টি সেলাই করতে হয়। মঙ্গলবার ঐশীর বিরুদ্ধেই মামলা দায়ের করল দিল্লি পুলিশ।

মঙ্গলবার মোট ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর চালায় বাম ছাত্র সংগঠন। তার পরিপ্রেক্ষিতে রবিবার বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় ৫০ জন দুষ্কৃতী। শনিবারের ঘটনার ভিত্তিতেই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৩ এবং ৪ জানুয়ারি ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার মধ্যে একটিতে নাম রয়েছে ঐশী ঘোষের। পুলিশের তরফে জানানো হয়েছে, আটজন ছাত্রছাত্রী সহ বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায় ঐশী ঘোষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ফি কমানোর আন্দোলন চলাকালীন সার্ভার রুমে চাঞ্চুর চালায় পড়ুয়ারা। পড়ে টেকনিক্যাল স্টাফেরা সেখানে উপস্থিত হন। সার্ভার অচল করে দেওয়া হয়েছে এমনটাই জানানো হয় টেকনিক্যাল স্টাফের তরফে। পড়ে সেই সার্ভার চালু করেন টেকনিক্যাল কর্মীরা। অভিযোগ, দুপুর ১ টা থেকে ৪ টে অবধি বন্ধ ছিল সার্ভার। যদিও জেএনইউ ছাত্র সংসদের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।

রবিবার জেএনইউ হামলায় আহত হন ৩৪ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক। রবিবার রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট