অগ্নিকান্ড হাসপাতালে, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাত সকালে বড়সড় অগ্নিকান্ডের কবলে কানপুরের এলপিজি ইনস্টিটিউট অফ কার্ডিয়লজি। আচমকাই রবিবার সকাল আটটা নাগাদ আগুন লাগে। ভর্তি ছিলেন অন্তত ১৫০ জন রোগী।

আগুনের আঁচ পেতেই তড়িঘড়ি রোগীদের বের করে আনা হয়। তবে ন’জন আইসিইউতে ভর্তি থাকায় তাদের বের করে আনা সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তারা সকলেই সুরক্ষিত ও চিকিৎসাধীন রয়েছেন।

দমকল সূত্রের খবর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। হাসপাতালে তরফে জানা গিয়েছে স্টোর রুম থেকে হঠাৎই আগুনের শিখা বের হতে দেখা যায়। তখনই খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে।

প্রথম দফার ভোট মিটতেই গ্রেফতার ছত্রধর

তবে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি।গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা প্রশাসনের কাছে দ্রুত ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য স্বাস্থ্য সেক্রেটারিকে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।

প্রসঙ্গত কয়েকদিন আগেই মুম্বাইয়ের একটি একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় নয়জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কানপুরের হাসপাতালে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে ছড়িয়েছে চাঞ্চল্য।

সম্পর্কিত পোস্ট