নিউটাউনের বস্তিতে আগুন, আতঙ্কে রাস্তায় বহু মানুষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার বাগবাজারের রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকান্ডের ঘটনা। নিউটাউনের সুলুনগুড়ি বস্তিতে আগুন। ঘিঞ্জি এলাকায় দমকলের পৌঁছতে সময় লেগেছে বলে জানা গিয়েছে। পুড়ে ছাই ২০ টির বেশী ঝুপড়ি।

আতঙ্কে বেরিয়ে এসেছেন বাসিন্দারা। বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে একের পর এক দমকলের ইঞ্জিন। ঘিঞ্জি এলাকার কারণে পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-proletarian-people-of-bagbazar-are-looking-for-their-priceless-gem-by-removing-the-ashes/

হাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। উপস্থিত হয়েছেন পুলিশ কর্মীরাও।

গতকাল একই সময় বাগবাজারে উইমেন্স কলেজের সামনের একটি বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ২৭ টি ইঞ্জিন। পুড়ে ছাই সমস্ত কিছু। ক্ষতিগ্রস্তদের সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার আশ্বাস জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট