নিজাম প্যালেস থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়লেন ফিরহাদ হাকিম
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সিবিআই অফিস থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়লেন কলকাতার পুরপ্রশাসক এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
কান্নায় ভেঙে পরে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কলকাতার মানুষদের প্রাণ বাঁচাতে দায়িত্ব দিয়েছিলেন ।কিন্তু এরা আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না । বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, বিজেপি ইডি- সিবিআই সব কিনে নিতে পারে। কিন্তু বিজেপির বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ন আস্থা আছে
সিবিআই অফিস থেকে বেরিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানান, আমরা খারাপ । মুকুল রায়- শুভেন্দু অধিকারী ভালো। আমার স্ত্রী আইসলেশনে রয়েছেন। তার মধ্যেই ঘরে ঢুকে আমাকে গ্রেফতার করে আনা হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ভোরবেলা বেডরুমের ভিতরে ঢুকে আমাকে তুলে আনা হয়েছে। রাতের পোশাকেই আছি । আমি চোর ডাকাত নই। কোনো অন্যায় আমি করিনি ।আগেও বলেছি। আজ আবার বললাম ।
কোনো প্রতিক্রিয়া দেননি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
এই মুহূর্তে নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়য়ের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। আপাতত বুধবার পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই রাখা হবে এই চার হেভিওয়েট অভিযুক্তকে।
যদিও গোটা ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।