কলকাতায় নামল ১০ টি বৈদ্যুতিক বাস, নিজে চালিয়ে উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরিবেশ দূষণ কমাতে কলকাতায় আরও ১০টি বৈদ্যুতিক বাস আজ পথে নামল। কসবা পরিবহণ ভবনের সামনে থেকে বুধবার এই বাসগুলির সূচনা করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেন, কয়েকটি ধাপে কলকাতায় ইলেক্ট্রিক বাসের সংখ্যা বাড়ানো হবে। আগামী জুলাইতে আরও ৪০টি ইলেক্ট্রিক বাস শহরে নামবে ।এর আগে ৮০টি ইলেক্ট্রিক বাস নেমেছে শহরে। বিভিন্ন রুটে সেগুলি চলছে। ৭৬টি চার্জিং স্টেশনও করা হয়েছে। রাজ্য সরকার পরিকল্পনা করেছে, ২০২২ সালে মোট ৪০০ ও পরের বছর আরও ৮০০ ইলেক্ট্রিক বাস নামানো হবে।
পঞ্চায়েত ও পুরসভার রাজস্ব ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠন করা হল পঞ্চম অর্থ কমিশন
পরিবেশবান্ধব পরিবহণ পরিকাঠামোর দিকে এগনোর জন্য কলকাতার প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল গভার্মেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জেস। এমনিতে কলকাতার দূষণ গত প্রায় দেড় দশক ধরেই উদ্বেগজনক হারে বাড়ছে। সারা দুনিয়াতেই এখন পরিবেশ অন্যতম মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে উপ মহাদেশে যে গরিমসি রয়েছে তা নিয়ে গত বছর গ্লাসগ আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনেও সমালোচনা হয়েছিল।শহরের দূষণ কমাতে এই পরিবহণ কাঠামোকে কী ভাবে ঢেলে সাজা যায় তার পরিকল্পনা অনেক দিন ধরেই চলছে। ধাপে ধাপে তা বাস্তবায়ণও শুরু হয়ে গেল।