মালদহ বিস্ফোরণে মৃত বেড়ে পাঁচ, ঘটনাস্থলে যাচ্ছেন ফিরহাদ হাকিম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মালদহের কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আহতের সংখ্যা ৮ জন জানা যাচ্ছিল। কিন্তু ক্রমাগতই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
প্রাথমিকভাবে অনুমান, ক্রাশার মেশিন বিস্ফোরণের কারণেই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শ্রমিকদের দেহ টুকরো টুকরো হয়ে যায়। দেহের কিছু অংশ বেশ কিছুটা দূরে ছিটকে যায়। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা হালিম হক বলেন, ওই কারখানায় প্লাস্টিক গলানোর মেশিনে বিস্ফোরণ হয়। পাঁচজন মারা গিয়েছেন। অন্য এক বাসিন্দা বলেন, বিস্ফোরণের পর বীভৎস আওয়াজ হওয়ায় আমরা সবাই ছুটে যাই ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কাউকেই চেনা যাচ্ছিল না। স্থানীয়রা আরও বলছেন, প্রায় ১০–১২জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। তখনই হঠাৎ বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুনঃ শুভেন্দু বনাম অখিল, পোস্টার রাজনীতিতে সরগরম রামনগর
রাজ্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে উপস্থিত হবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। স্থানীয় ডিএম এবং এসপির সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কিছুদিন আগে মালদহে ভয়াবহ টোটো বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই আবার একটি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।