প্রেসিডেন্সি জেলেই থাকতে চান অসুস্থ ফিরহাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার থেকেই রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং এক প্রাক্তন মন্ত্রীকে ঘিরে। নারদকাণ্ডে চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়দের সিবিআই গ্রেফতারির পর আরও একবার কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত শুরু হয়েছে। সোমবার রাতে চার নেতার জামিনে স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এরপর সোমবার থেকেই অসুস্থ হয়ে পড়েন একের পর এক জন। শ্বাসকষ্টের কারণে সোমবার রাত থেকে অক্সিজেন চালু হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। এই মহুর্তে এসএসকে এমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। একই ওয়ার্ডে ভর্তি সুব্রত মুখার্জী এবং শোভন চট্টোপাধ্যায়।
অন্যদিকে, মঙ্গলবার থেকেই জ্বর এসেছে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের৷ এই মুহুর্তে প্রেসিডেন্সি জেলেই রয়েছেন তিনি। হাসপাতালে যেতে রাজি হননি ফিরহাদ। জেলের হাসপাতালে থাকতে চেয়েছেন তিনি। তবে এখনও কোভিড পরীক্ষা করানো হয়নি। খুব শীঘ্রই তা করা হবে বলে জানা গিয়েছে।
অন্য তিন নেতাদের মধ্যে মদন মিত্র রয়েছেন ১০৩ নম্বর কেবিনে। শরীরে অক্সিজেন কমে যাওয়ার কারণে তাঁকে কৃত্রিম অক্সিজেন দেওয়া হচ্ছে। ১০৬ নম্বরে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আগের চেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছেন সুব্রত মুখার্জী। ১০২ নম্বর কেবিনে রয়েছেন তিনি।
অন্যদিকে, বুধবার নারদকাণ্ডের শুনানি রয়েছে হাইকোর্টে। সিবিআইয়ের হয়ে উপস্থিত থাকার কথা সলিসিটর জেনারেল তুষার মেহতার। অন্যদিকে উপস্থিত থাকবেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। সকালের পরিবর্তে দুপুর দুটো নাগাদ শুরু হবে মামলার শুনানি। প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে হবে মামলার শুনানি।