ফিরহাদ হাকিমের কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার দুপুর থেকে জ্বর ছিল ফিরহাদ হাকিমের। ছিল পেটের সমস্যাও। ফলে জেল কর্তৃপক্ষ করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেয়। এদিন অন্যান্য কয়েদিদের সঙ্গে মিশেই করোনা টেস্ট হয় ফিরহাদ হাকিমের। জেল সূত্রে জানা গিয়েছে, তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ। গ্যাসের সমস্যার জন্য তাকে ওষুধও দেওয়া হয়েছে।
মদন-শোভন-সুব্রতর এবার অসুস্থ রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত তিনি সেন্ট্রাল জেলে থাকা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দিনভর তোলপাড় পড়ে যায় সিবিআই রাজ্যের চার হেভিওয়েট তৃণমূল নেতাকে নারদ মামলায় গ্রেফতার করায়।
সন্ধেয় নিম্ন আদালতে জামিন মিললেও মধ্যরাতে জামিনের উপরে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ফলে চার জনকেই পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে। জেলে যাওয়ার পরে ওই রাতেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট নিয়ে তাঁদের ভর্তি করা হয় এসএসকেএমে।
স্টিংয়ের ঝাঁঝ , চোখ জ্বলছে বাংলার শাসক দলের
সুব্রত মুখোপাধ্যায়ও অসুস্থ বোধ করেন, তবে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনা হয়। ভর্তি করা হয়নি। কিন্তু গতকাল ফের তিনি অসুস্থ বোধ করলে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এসএসকেএমে।
ফিরহাদ হাকিম ওই দিন থেকেই জেলে ছিলেন। জেল সূত্রে খবর, কাল রাতের দিকে তার জ্বর আসে। তাঁকে অন্য হাসপাতলে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি। আপাতত জেল হাসপাতালেই ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁকে প্যারাসিটামল দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকেও সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত ভিড় থাকার জন্য এদিন তাঁর সিটিস্ক্যান করানো যায়নি।