গ্রেফতার হতে পারেন ববি , আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের আরও অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে সিবিআই, ইডির মত কেন্দ্রীয় সংস্থা এবার সক্রিয় হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছেন।

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর রাজ্য মন্ত্রিসভার সদস্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এমনকি তার বিরুদ্ধেও কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হতে পারে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী আশঙ্কা প্রকাশ করেছেন।

মেয়ো রোডে আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তিনি বলেন, ২১ জুলাইয়ের সভার পরই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠানো হয়েছে।আগেও তাঁকে গ্রেফতার করা যেত।  এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলে দলনেত্রীর অভিযোগ। দলের কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই কেন তাঁকে টানা হচ্ছে, এ দিন মঞ্চে তৃণমূল কংগ্রেস নেত্রী সেই প্রশ্নও তোলেন।

শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে CPIM, তৃণমূলকে চোর বলে বদনাম করা হচ্ছে ; বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস গরু ও কয়লা চুরির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গরু ও কয়লাচুরির জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দায়ী করেন।

কলকাতার মেয় রোডে আজ তৃনমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি বলেন, সীমান্তে সুরক্ষা নিরাপত্তার দ্বায়িত্ব বিএসএফ এর। আর কয়লা খনির নিরাপত্তা রক্ষা করে সি আই এস এফ। তাই কয়লা ও গরু কেলেঙ্কারির দ্বায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে।পরিবারতন্ত্র ও বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনা প্রসঙ্গেও অভিষেক কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

সম্পর্কিত পোস্ট