দু’চারটে এমন ঘটনা না ঘটলে পুলিশ-আদালত করবেটা কী! আইনশৃঙ্খলা নিয়ে বিতর্কিত মন্তব্য ফিরহাদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একেই বলে গোদের ওপর বিষফোঁড়া! আইন-শৃঙ্খলার প্রশ্ন যখন ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে গোটা রাজ্য তখনই বিতর্কিত মন্তব্য করে সরকারের অস্বস্তি বাড়ালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে, রাজ্যে যদি দু-চারটে খুন জখমের ঘটনা না ঘটে তবে পুলিশ-আদালত করবেটা কী! স্বাভাবিকভাবেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।
সম্প্রতি একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলর খুন হয়েছেন। একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে খাস কলকাতার তিলজলায় বোমাবাজি, গুলি চলে। এমনকি সেই পানিহাটিতেই শনিবার বিকেলে আবার খুনের ঘটনা ঘটেছে। ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে।
বিরোধীদের দাবি রাজ্যের আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী থেকে মুখ্যসচিব, রাজ্য প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্তা ব্যক্তিরা সকলেই গভীরভাবে চিন্তিত। পরিস্থিতি মোকাবিলায় কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু এরই মাঝে ফিরহাদের বক্তব্য যেন সরকারের যাবতীয় চেষ্টায় এক ফোঁটা চোনা ফেলে দিল!
বিভিন্ন দফতরে মৃত্যুকালীন চাকরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তত্পর নবান্ন
এদিন ফিরহাদ হাকিম বলেন, যদি দু’চারটে খুনখারাপি না হয়, গুলি-বোমা না চলে তবে পুলিশ করবেটা কী। ওদের তো কোনও কাজই থাকবে না! আদালত কী করবে? যদিও পরক্ষণেই সামলে নিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সজাগ আছে। তদন্ত শুরু হয়েছে। কড়া হাতে দুষ্কৃতীদের মোকাবিলা করা হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই!
ফিরহাদ হাকিমের এমন মন্তব্যের পর সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি এই মন্তব্য থেকেই রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে গিয়েছে!