বিজেপির উস্কানীতে নিজের পাড়ায় বিক্ষোভের মুখে ফিরহাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার নির্দিষ্ট রাজনৈতিক দলের উস্কানীতে চেতলাতেই বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম।
এদিন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তরফে চেতলায় প্রচার করে দেওয়া হয় চেতলা কমিউনিটি হলে নাকি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হবে।
তার এই খবরকে কেন্দ্র করে রীতিমতাে হুলস্থুল পড়ে যায় সেখানে। আর কুৎসার মুখােমুখি হতে গিয়ে এলাকার বিধায়ক তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে বিক্ষোভের মুখে পড়তে হল।
এমনিতেই আমফানের পর কলকাতাকে স্বাভাবিক করতে দিনরাত এক করে খাটছেন তিনি। উদয়াস্ত দৌড়ে চেষ্টা করছেন সাধারণ মানুষের ভােগান্তি কমানাের জন্য। এই অবস্থায় তাকে নিজের খাসতালুক চেতলায় বিক্ষোভের মুখে পড়তে হবে ক’জন ভাবতে পেরেছে।
তবে এদিন সেই ঘটনাই ঘটেছে , যা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশও ভ্রু কুঁচকেছে। এদিন চেতলায় পুরসভার কর্মীদের কাজ পরিদর্শনে বেরিয়েছিলেন ফিরহাদ। গাছ কাটার কাজ পর্যবেক্ষণ করতে গিয়ে তাঁকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
এনসিএমসির বৈঠকে লকডাউন বাড়ানোর পক্ষেই সওয়াল রাজ্যের, লোকাল ট্রেন চালুর বিরোধিতা মুখ্যসচিবের
ফিরহাদ ঘনিষ্ঠ মহলের খবর , গত কয়েকদিন ধরে বিজেপি তরফে চেতলায় একটি কমিউনিটি হলে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে বলে গুজব রটয়ে দেওয়া হচ্ছিল । সেখানে কিছু শয্যা ও চিকিৎসা সামগ্রী এনে মজুত করেছিল স্বাস্থ্য দফতর । এরপরই আগুণে ঘৃতাহুতি হয় বিষয়টির ।
বৃহস্পতিবার ফিরহাদকে সামনে পেয়ে বাসিন্দারা দাবি জানান , ঘনবসতিপূর্ণ ওই এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না ।
বিক্ষোভকারীদের দাবি , ওই এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করলে সংক্রমণ ছড়ানাের সম্ভাবনা থাকে । তাছাড়া মুখ্যমন্ত্রীও ঘনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না বলে জানিয়েছেন ।
জবাবে ফিরহাদ জানান , কমিউনিটি হলটিতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির কোনও পরিকল্পনা নেই সরকারের । ভিনরাজ্য থেকে যারা আমাদের রাজ্যে এসে উদ্ধার কাজ করছেন তাদের থাকার ব্যবস্থা হয়েছে এখানে। যে বা যারা এই গুজব ছড়িয়েছেন তাদের বক্তব্যের কোনও ভিত্তি নেই।
অবশেষে, ফিরহাদের আশ্বাসে বাড়ি ফেরেন বিক্ষোভকারীরা । এর পর ফিরহাদ বলেন, এসব বিজেপির কাজ। জায়গায় জায়গায় গুজব ছড়িয়ে লোক খ্যাপাচ্ছে ওরা। আর কোনও কাজ নেই ওদের ।