নাটকীয় মোড় ! বুধবার পর্যন্ত জেল হেফাজতে ৪ অভিযুক্ত
দ্য কোয়ারি ডেস্ক: সিবিআই বনাম রাজ্য সরকার। সোমবার সকাল থেকেই শুরু হয়েছিল অলিখিত যুদ্ধ। সন্ধ্যে সাতটার পর সিবিআইয়ের বিশেষ আদালতে 4 অভিযুক্তকে জামিন দেওয়া হলেও রাত বাড়তে নাটকীয় মোড় নেয় ঘটনা।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় সিবিআই। সিবিআই এর মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। সেখানেই এই চার হেভিওয়েট জামিনে স্থগিতাদেশ দেয় আদালত।
বুধবার পর্যন্ত তাদের জামিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আপাতত বুধবার পর্যন্ত এই চার অভিযুক্তই প্রেসিডেন্সি জেলে থাকবেন। আজ রাতেই তাদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে। এই ঘটনার পর কেন্দ্র বনাম রাজ্য তরজা আরো একধাপ এগিয়ে গেল নতুন করে তা বলার অপেক্ষা রাখে না।
সিবিআই সূত্রের খবর , মামলা সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে ভুবনেশ্বর অথবা গুয়াহাটিতে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, পুরো বিষয়টি আইনের । এতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই । তৃণমূল নেতৃত্বদের রাতের ঘুম উড়ে গিয়েছে। সিবিআই কিভাবে তদন্ত এগোবে সেটা তাদের নিজস্ব বিষয়। দল এতে কোনো রকম ভূমিকা নেবে না।