কথা রাখলেন ফিরহাদ, বুধবার থেকেই কলকাতা সংলগ্ন জেলায় পুরসভার বিশেষ বাস চালু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  পুরবাসীকে ভালোভাবে পরিষেবা দিতে হলে চাই ১০০ শতাংশ কর্মীর হাজিরা। কিন্তু এখনও তেমনভাবে স্বাভাবিক হয়নি গণপরিবহণ ব্যবস্থা। ফলে প্রথম দিনেই কর্মীরা সমস্যায় পড়েন।

সোমবার অফিসে আসার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। কলকাতা পুরসভার কর্মীদের। কেউ কেউ বাদুড় ঝোলা হয়ে তো কেউবা কার্যত গাড়ি ভাড়া করেই হাজিরা দিয়েছেন।

তাছাড়া করোনা আবহে অনেকেই চাইছেন না জীবনের ঝুঁকি নিতে। তাই বলে তো নাগরিক পরিষেবা ব্যহত হতে পারে না! এইসব সমস্যার কথা জানতে পেরেই তড়িঘড়ি কর্মীদের আশ্বস্ত করলেন কলকাতা পুরসংস্থার প্রশাসক ফিরহাদ হাকিম।

প্রশাসক জানান, এবার থেকে কলকাতার বাইরের কর্মীদের জন্য নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে বাস পাঠাবে পুরসভা। সেখান থেকে তাঁদের নিয়ে আসা হবে এবং কাজ শেষে পৌছে দেওয়া হবে।

রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, সরকারী কর্মচারীদের জন্য জারি নয়া নির্দেশিকা

বুধবার থেকে ১১ টি রুটে বিশেষ বাস চালাবে। পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম আজ এই কথা জানিয়েছেন। বারাসাত ডাক বাংলো মোড়, বারুইপুর পদ্মপুকুর মোড়, ব্যারাকপুর রেল স্টেশন, ডায়মন্ডহারবার রেলস্টেশন, জোকা, কল্যাণী ও ব্যান্ডেল থেকে মোট ১১ টি বাস পুরকর্মীদের নিয়ে আসবে ও ডিউটির পর তাদের নিজ এলাকায় পৌঁছে দেবে।

পুরসভা সূত্রে খবর, এখন লোকাল ট্রেন যেমন চলছে না, তেমনি পর্যাপ্ত গাড়ির দেখা মিলছে না। তাই কলকাতা পুরসভার কর্মীদের কর্মস্থলে আনতে বাসের ব্যবস্থা করা হচ্ছে।

জানা গিয়েছে, আপাতত পুরকর্মীদের আনতে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বাস পাঠানো হবে । হাওড়া , হুগলি , উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন পয়েন্ট থেকে বাস যাতায়াত করবে ।

সূত্রের খবর , উত্তর ২৪ পরগনার বারাকপুর , বারাসত , মধ্যমগ্রাম , দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও সােনারপুর , হাওড়ার উলুবেড়িয়া ও শিবপুর এবং হুগলির শ্রীরামপুর , উত্তরপাড়া ও চন্দননগর থেকে বাস চালাবে পুরসভা। এই বিশেষ পয়েন্ট থেকেই সবাইকে যাতায়াত করতে হবে। আলাদা করে কারও বাড়ির সামনে বাস যাবে না ।

জানা গিয়েছে , পুরসভার কোন কর্মী কোথা থেকে আসছেন , তার তালিকা প্রস্তুত করতে বিভিন্ন বিভাগীয় প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই তালিকাটি পুরসভার স্পেশাল কমিশনারের কাছে জমা পড়বে। তার ভিত্তিতেই বাস পাঠানোর ব্যবস্থা করবে পুরসভা ।

সম্পর্কিত পোস্ট