শহরের দূষণ কমাতে সরকারি বাসগুলিকে বৈদ্যুতিন বাসে রূপান্তরিত করতে চান ফিরহাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বায়ু দূষণের ক্রমবর্ধমান মাত্রা রোধে কলকাতায় ডিজেল চালিত সরকারী বাসের বহর কমিয়ে বৈদ্যুতিন বাসে উপর জোর দিতে চাইছেন। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম নিজে এ কথা জানিয়েছেন।
পরিবহণমন্ত্রীর কথায়,“শহরের ক্রমবর্ধমান দূষণ এই মুহূর্তে কলকাতাবাসীর অন্যতম প্রধান মাথা ব্যথার কারণ।
এমতাবস্থায় পরিবহণ দপ্তর বৈদ্যুতিন বাসের উপরে বেশি করে জোর দিচ্ছে। দপ্তরের তরফ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে কলকাতা শহরতলি রাস্তায় চলা সরকারি বাস গুলি ধাপে ধাপে বদলে ফেলা হবে।”
পরিবহণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন,কলকাতা ও আশেপাশে প্রায় ১,২০০ সরকারী বাস চলাচল করে।এবং সোগুলি সবই চালানোর জন্য ডিজেল ব্যবহার করা হয়। গত বছর, রাজ্য সরকার তাদের ৭৫ টিকে বাসকে বৈদ্যুতিন বাসে দ্বারা প্রতিস্থাপিত করেছিল। এই বাস গুলি রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা চালিত।
তিনি আরও বলেন,শুরুতে, ৪০০ টি বাসকে বৈদ্যুতিন বাস দিয়ে বদলে ফেলা হবে। বাকি ৮০০ বাস ধাপে ধাপে বৈদ্যুতিন বাস দিয়ে বদলে ফেলা হবে।
কে এই মোস্ট ওয়ান্টেড জয়পাল সিং ভুল্লার?
দিল্লি বেসড একটি গবেষণা সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে যে কলকাতা শহরের ক্রমবর্ধমান দূষণ শহরবাসীর জন্য অন্যতম প্রধান মাথা ব্যথার কারণ। ২০২০ সালের ডিসেম্বরে এই সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে যে কলকাতার দূষণমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল।
এমনিতেই করোনা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের অর্থনীতি বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।এই অবস্থায় বৈদ্যুতিন বাস চালু করতে পারলে তা রাজ্য সরকারের জন্য বেশ সাশ্রয় হবে। পরিবহণ দফতরের এক কর্তার কথায়, সাধারণত নন এসি বাস চালাতে পরিবহন দপ্তরের প্রতি কিলোমিটারে খরচ হয় ৩৫ টাকা। এসি বাসের ক্ষেত্রে এই খরচ ৫০ টাকা। সেখানে বিদ্যুৎচালিত বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ মাত্র ১২ টাকা।
বৈদ্যুতিন বাস চালু করার ক্ষেত্রে এই মুহূর্তে একটা বড় সমস্যা হল শহরে এই বাসগুলো চার্জ দেওয়ার জায়গার অভাব। কিভাবে এই ইলেকট্রিক বাস চালানো যায় এবং তার পরিকাঠামো দ্রুত তৈরি করা যায় তা পর্যালোচনা এবং রূপায়নের জন্য পরিবহন দপ্তর একটি বিশেষ সেল তৈরি করেছে।
শুধু বাস নয় ফিরহাদ হাকিম জানিয়েছেন শহরে চলা অটোরিকশা গুলিকেও ধাপে ধাপে বৈদ্যুতিন অটোরিকশায় রূপান্তরিত করা হবে। বিশেষ করে নবনির্মিত মেট্রো স্টেশন গুলিকে ধরে নতুন পারমিট দেওয়া হবে বলেও জানা গেছে।