এইচডিএ-র ভাইস চেয়ারপার্সনের পদ থেকে অব্যাহতি ফিরোজা বিবিকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামীতে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। তাই প্রস্তুতি হিসাবে হলদিয়া উন্নয়ন পর্ষদ বা এইচডিএ-র ভাইস চেয়ারপার্সনের পদ থেকে অব্যাহতি হল ফিরোজা বিবিকে।
উল্লেখ্য, দল ছাড়ার আগে এইচডিএ-র চেয়ারম্যানের পদ ছাড়েন শুভেন্দু অধিকারী। ভাইস চেয়ারপার্সন ছিলেন শুভেন্দুর এককালের ঘনিষ্ঠ পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক তথা ফিরোজা বিবি। যিনি তৃণমূলে ‘নন্দীগ্রামের মা’ নামেই পরিচিত।
এইচডিএ-র চেয়ারম্যান করা হয়েছে ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতিকে। এবং চেয়ারপার্সন করা হয়েছে স্থানীয় দলীয় নেতা সাধন জানাকে। অনেকে মনে করছেন, ফিরোজা বিবিকে সামনে রেখে নন্দীগ্রামে আরও বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল। সেকারণেই এই দায়িত্ব থেকে অব্যাহতি দিল দল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-bjp-is-targeting-the-grassroots-for-vandalizing-the-party-office-on-the-day-of-its-establishment/
ফিরোজা বিবির অব্যাহুতি নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কারণ ফিরোজাকে পরপর দুবার বিধায়ক করার পিছনে শুভেন্দুর পাকা মাথাই কাজ করেছিল বলে রাজনৈতিক মহলের অনুমান।
নিজের অব্যাহতি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি ফিরোজা বিবি। শুভেন্দুর দলত্যাগে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক দিন দুয়েক আগেই জোর গলায় দাবি করেছিলেন, ‘কে আমার সন্তান, কে বাপ, কে ভাই সেসব দেখার সময় নেই। আমি দিদির সঙ্গেই আছি।’
শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ করে তিনি বলেন, প্রয়োজনে ভোটের ময়দানে শুভেন্দুর বিরুদ্ধেই লড়বেন তিনি।
এদিন তাঁরই সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে ফিরোজা বিবিকে আরও বড় দায়িত্ব দেওয়ার জন্যই তাঁকে এইচডিএ-র কাজ থেকে রেহাই দিয়েছে দল।