পাকিস্তান থেকে ভারতে প্রবেশ, বিএসএফের গুলিতে নিহত পাঁচ অনুপ্রবেশকারী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করায় বিএসএফের গুলিতে নিহত পাঁচ অনুপ্রবেশকারী। শনিবার সকালে পাঞ্জাবেত তরন তারনের ঘটনা। পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সীমান্ত রক্ষাবাহিনী।

সূত্রের খবর, তরন তারনের সীমান্তবর্তী এলাকায় পাহাড়া দিচ্ছিল বিএসএফের ১০৩ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা। সেই সময়ই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে পাঁচ জন।

জওয়ানদের দেখতে পেয়েই হামলা চালায় অনুপ্রবেশকারীরা। বেশ কিছুক্ষণ সময় ধরে গুলি চলার পর অনুপ্রবেশকারীদের খতম করে ভারতীয় সেনা।

গোটা ঘটনার এলাকা জুড়ে কড়া নজরাদারি রাখা হয়েছে। আর কোনও জায়গায় অনুপ্রবেশকারীরা রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ চার অ্যাথলিট

টুইটারে বিএসএফের এক কর্তা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে পাক সীমান্ত থেকে অনুপ্রবেশকারীদের প্রবেশের জল্পনা চলে আসছিল। সেইমতো সীমান্তে কড়া নজরদারী রাখা হয়েছিল। আজ পাঁচ জনকে নিকেশ করা হয়েছে।

ঘন লম্বা ঘাসের মধ্যে দিয়ে বন্দুক হাতে ভারতে প্রেবেশের চেষ্টা করছিল অনুপ্রবেশকারীরা। তাদের কাছ থেকে একটি একে-৪৭ এবং দুটি পিস্তল উদ্ধার হয়েছে। এমনটাই সেনা সূত্রে খবর।

সেনা অফিসারদের তরফে জাননো হয়েছে গত এক দশকে এই প্রথমবার এতজন অনুপ্রবেশকারীদের খতম করা হয়েছে। গত তিন মাসে এই নিয়ে সাত বার ভারতে প্রবেশের চেষ্টা চালিয়েছে অনুপ্রবেশকারীরা। প্রত্যেকবারেই তা বানচাল করেছে বিএসএফ৷

সম্পর্কিত পোস্ট