ভোট পরবর্তী হিংসা মামলার রায় ঘোষণা, CBI কে দেওয়া হল তদন্তভার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট পরবর্তী হিংসা মামলার হাইকোর্টে ধাক্কা রাজ্যের। CBI কে দেওয়া হল তদন্তভার।ভোট-পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। বিভিন্ন জেলা পরিদর্শনের পরে, কমিটি তাদের রিপোর্ট জমা দেয়। রিপোর্টে একাধিক মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করা হয়।
রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে বিরোধীদের ওপর শাসক দলের বেলাগাম হিংসা, অত্যাচারের নিরপেক্ষ তদন্ত দাবি করে ৬টি জনস্বার্থ মামলা দায়ের হয়ে কলকাতা হাইকোর্টে। সেই তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে দিল উচ্চ আদালত।
জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দল জানিয়েছেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ব্যবস্থা করবে রাজ্য সরকার। বলা হয়েছে, ৬ সপ্তাহের মধ্যে সিবিআইকে বৃহত্তর বেঞ্চে কাছে রিপোর্ট জমা দিতে হবে।
“মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিলে ভেবে দেখব,” তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়ে মন্তব্য শিখা মিত্রের
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট। তিন আইপিএস আধিকারিক সুমনবালা সাহু, সৌমেন মিত্র এবং রণবীর কুমারের নেতৃত্বে সিট গঠিত হবে।
ভাঙচুর করা, আগুন লাগানো, মারধর করা, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে সিট। ভোট পরবর্তী খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্ত করবে। আইপিএস রশিদ মুনির খানকেও এদিন শো-কজ করে হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই এবং সিট।