বিতর্কিত মন্তব্যের জের, জবাব চেয়ে দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “সকালবেলা গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স থাকবে। কেউ গায়ে হাত দেবে না। আর যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তাহলে আবার শীতলকুচি হবে।” চতুর্থ দফার নির্বাচনের পর বরানগরে বিজেপি প্রার্থী পর্ণো মিত্র সভায় গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষের এই মন্তব্যের জবাব তলব করল নির্বাচন কমিশন।

বুধবার সকাল ১০ টার মধ্যে দিলীপ ঘোষকে তার মন্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যেই সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে আজ ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো।

ধর্না শেষে রাত ৮.১৫ মিনিটে বারাসাত স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর রাত ৯.১৫ মিনিটে বিধাননগরে জনসভায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো।

এবার রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কারন একা মমতা বন্দ্যোপাধ্যায় নয় নির্বাচনী প্রচারে বেরিয়ে সায়ন্তন বসু থেকে শুরু করে দিলীপ ঘোষ, রাহুল সিনহা প্রত্যেককেই শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রচারে নিষেধাজ্ঞা জারির পর পরই ৪৮ ঘন্টার জন্য ব্যান করা হয়েছে রাহুল সিনহাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিষেধাজ্ঞা জারি করার আগে দুবার নোটিশ পাঠানো হলেও রাহুল সিনহার ক্ষেত্রে কোনো নোটিশ ছাড়াই সরাসরি নিষেধাজ্ঞা জারি বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট