রবিবার ছুটি বাতিল সরকারী কর্মচারীদের , জারি বিজ্ঞপ্তি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশেষ গ্রাহক সম্পর্ক অভিযানের জন্য চলতি মাসের রবিবার গুলিতে খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তি জারি করে আজ খাদ্য দফতরের (Food Department) তরফে ছুটি বাতিলের কথা জানানো হয়েছে।  এই রবিবারের ছুটি কবে পাওয়া যাবে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

সেখানে বলা হয়েছে, অভিযান চলাকালীন খাদ্য দফতরের কর্মীদের রেশন দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হবে। তাদের অভিযোগ, সমস্যার কথা শুনে সেই মর্মে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার ছুটি বাতিল

রবিবার ছুটি বাতিল

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘‌রেশন দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হবে খাদ্য দফতরের কর্মীদের। আর সেখান থেকে সমস্ত তথ্য জোগাড় করতে হবে। তার পর সেই রিপোর্ট পেশ করতে হবে। এমনকী জেলার প্রত্যেক রেশন দোকানে এই অভিযান চালানো হবে। গ্রাহক এবং রেশন দোকানের মালিকের সঙ্গে কথা বলবেন খাদ্য দফতরের কর্মীরা।’‌

Anubrata Mandal কে হঠাৎ কলকাতায় তলব CBI-র! পরিস্থিতি কী তবে ঘোরাল হল?

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানিয়েছেন, গ্রাহকদের রেশন (Ration) সামগ্রী সংক্রান্ত তথ্য আগাম এসএমএসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা চালু হওয়ার পরেও বিভিন্ন যায়গা থেকে রেশন গ্রাহকেরা কম খাদ্য শস্য পাওয়ার অভিযোগ জানাচ্ছেন।তাঁদের সেই অভিযোগ খতিয়ে দেখতেই এই উদ্যোগ।

সম্পর্কিত পোস্ট