করোনা আক্রান্তদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেবে সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্ক:রাজ্য সরকার কলকাতা ও সংলগ্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে কোভিড রোগীদের বাড়িতে সুষম খাদ্য পৌঁছে দেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আজ থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে।
প্রশাসনিক সূত্রে খবর, করোনা আক্রান্তদের চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়। কিন্তু পুষ্টিযুক্ত খাবার পাওয়ার জন্য বাড়ির সদস্য বা বন্ধুদের সাহায্য নিতেই হয়। তাই করোনা আক্রান্তদের পুষ্টিযুক্ত খাবার দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য এর আগেই রাজ্য সরকার গ্রামবাংলায় করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে শুকনো খাবার পাঠানো শুরু করেছে।তাদের চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। কলকাতাতেও যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বাড়িতে ফলের ঝুড়ি পাঠাচ্ছে রাজ্য সরকার। এবার করোনা আক্রান্তদের রান্না করার খাবার পাঠাবার সিদ্ধান্ত নেওয়া হল।