ISL খেলবে ইস্টবেঙ্গল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটল। আইএসএল খেলছে ইস্টবেঙ্গল৷ বুধবার নবান্নে ইস্টবেঙ্গল কর্তা ও শ্রী সিমেন্ট কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপরই সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সমস্যার সমাধান হয়েছে। আইএসএল খেলবে ইস্টবেঙ্গল।
শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নিয়ে সোমবারই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! ইনভেস্টরদের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়েই সেদিন তিনি জানান, শেষ মুহূর্তে তাদের সরে দাঁড়ানোর বিষয়টি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তিনি এও বলেন, ইস্টবেঙ্গল আইএসএলে খেললে তিনি খুশিই হবেন। সময় অল্প, তাই সবাই মিলে এর সমাধান সূত্র খুঁজতে হবে।
তপশিলি জাতি উপজাতি কাউন্সিলের প্রথম বৈঠকে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা
সোমবার সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, “একেবারে শেষ মুহূর্তে ইনভেস্টররা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছে তারা আর কিছু করতে পারবেন না। এটা অত্যন্ত খারাপ আচরণ। একটা ক্লাবকে এতদিন ধরে ঝুলিয়ে, তারপর শেষে বলছে আমি কিছু করতে পারব না, এর জন্য আমরা প্রত্যেকে দুঃখিত ও বিরক্ত। তাহলে আপনারা ছ’মাস, এক বছর ধরে কথা চালালেন কেন? এমনকী আমার সঙ্গেও দেখা করে বলে গিয়েছিল ১৬ তারিখে খুলে যাবে। তারপর এমন কী ঘটল? পিছনে কী রহস্য? যার জন্য তারা বলে দিচ্ছে পারব না চালাতে। ছেড়ে চলে যাচ্ছে!”
এরপরই জুড়ে দেন, “ইস্টবেঙ্গল ক্লাবের একটা ঐতিহ্য আছে। আমরা চাই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান-সহ ক্লাবগুলো আইএসএলে খেলুক। মোহনবাগান খেলছে বলে আমি খুশি, আমি চাই ইস্টবেঙ্গলও খেলুক। আমরা যে বিরক্ত, সেটা আমরাও ওদের জানাব। আর চেষ্টা করব, যদিও হাতে কম সময়। তবে আমার মনে হয়, ক্লাবের এমন সময়ে সবারই এগিয়ে আসা উচিত।”