ক্রিকেটার চুনী গোস্বামী গুঁড়িয়ে দিয়েছিলেন শক্তিশালী ক্যারিবিয়ান ব্যাটিংকে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  চুনী গোস্বামীকে সকলে মোহনবাগান তথা ভারতের বিখ্যাত ফুটবলার হিসেবে চেনে। কিন্তু তিনি যথেষ্ট দক্ষ একজন ক্রিকেটার‌ও ছিলেন। শুধু তাই নয় ১৯৬৬ সালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে একেবারে গুড়িয়ে দিয়েছিলেন তারা। পূর্ব এবং মধ্যাঞ্চল মিলিতভাবে সেবার খেলেছিল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে।

১৯৬৬ সালের শীতে সদ্য নির্মিত ইন্দোরের স্টেডিয়ামে সেই ম্যাচ হয়েছিল। সেই সময় চুনী গোস্বামী ছিলেন একজন ইন-সুইং বোলার, তিনি অবশ্য আবার বিস্মিত করতেন মাঝে মাঝে লেগ-কাটার দিয়ে।

“ওঁর রোমান্টিক হাসি মনে থাকবে সবার”….

ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা তাঁর সুইং-কে ঠিকমতো খেলতে পারছিলেন না। ওই ম্যাচে ক্যারিবিয়ানদের দলে ছিলেন রোহান কানহাই, ক্লাইভ লয়েড, ওয়েস হল, চার্লি গ্রিফিথের মতো খেলোয়াড়রা। হনুমন্ত সিং নেতৃত্ব দিয়েছিলেন পূর্ব মধ্যাঞ্চলের মিলিত দলটিকে।

ভারতের এই আঞ্চলিক দল ক্যারিবিয়ানদের সেই ম্যাচে হারিয়েছিলো এক ইনিংস এবং ৪৪ রানে। আর সেটা সম্ভব হয়েছিল মূলত মিডিয়াম পেসার সুব্রত গুহ ( যিনি ওই সিরিজ চলাকালীন চারটি টেস্ট ম্যাচ খেলেছিলেন)‌ এবং চুনী গোস্বামীর অসাধারণ পারফরম্যান্সের জন্য।

ওই ম্যাচে বোলিং করে সুব্রত গুহ মোট ১০টি উইকেট নিয়েছিলেন যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই ছিল ৪৯ রানে ৭ উইকেট নেওয়া।

অন্যদিকে চুনী গোস্বামী ওই ম্যাচে ৯৭ রানে ৮ উইকেট দখল করেছিলেন। যার মধ্যে রয়েছে প্রথম ইনিংসে বল করে ৪৭ রানে ৫ উইকেট নেওয়া।

এই প্রসঙ্গে কিছুদিন আগে এক সংবাদপত্র সাক্ষাৎকারে চুনী গোস্বামী জানিয়েছিলেন, সেই সময় তাঁর সবচেয়ে বড় পুরস্কার হল রোহন কানহাইয়ের উইকেট পাওয়া। কানাই সুইপ করতে গিয়ে ছিলেন কিন্তু ঠিকমত টাইমিং হয়নি ফলে গালিতে ক্যাচ তুলে আউট হন। ওই পিচে বল করে রীতিমতো আনন্দ পেয়েছিলেন বলে জানিয়েছিলেন ফুটবলার থেকে ক্রিকেটারে পরিণত হওয়া চুনী গোস্বামী।

সম্পর্কিত পোস্ট