Surajit Sengupta : ফের নক্ষত্রপতন, প্রয়াত ময়দানের শিল্পী সুরজিৎ সেনগুপ্ত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta ) প্রয়াত। করোনায় আক্রান্ত হয়েছিলেন। ২৩ জানুয়ারি থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। পরিস্থিতির অবনতি হলে কোমায়ও চলে যান।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে উত্তরবঙ্গের শিল্প মহলের সঙ্গে আলাদা বৈঠক রাজ্যের

তাঁর প্রয়ানে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, “নক্ষত্র ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০ বছর। দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলেছেন।”

শোকবার্তায় তিনি লিখেছেন, “১৯৭৮-৭৯ সালে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ ও ১৯৭৮ সালে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর জনপ্রিয়তা ছিল অতুলনীয়।পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করে।তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। ব্যক্তিগত ভাবে আমি তাঁকে সুভদ্র মানুষ হিসেবে জানতাম।আমি সুরজিৎ সেনগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারের একটি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta )। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষের কয়েকদিন তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতিই হয়। আজ শেষ হয়ে গেল তাঁর লড়াই।

Surajit Sengupta

কেরিয়ার জুড়ে অসংখ্য চোখধাঁধানো ম্যাচ খেলেছেন সুরজিৎ ( Surajit Sengupta )। ১৯৭৫ সালের শিল্ড ফাইনালে মোহনবাগানকে ৫ গোলে হারানো ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল ছিল তাঁরই। ১৯৭৯ সালে শিল্ডের সেমিফাইনালে থাইল্যান্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন।

১৯৭৮ সালে বরদলৈ ট্রফিতে কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ খেলেছিলেন। তাঁর অসাধারণ ফুটবলের জোরেই পোর্ট অওথারিটি অফ ব্যাঙ্কককে ৪-২ হারিয়েছিল ইস্টবেঙ্গল।

৭৮ সাল ডুরান্ড কাপ ফাইনালে ৩-০ মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। ওই ম্যাচে গোল করার পাশাপাশি দুরন্ত খেলেছিলেন। ১৯৭৯ সালে শিল্ডের সেমিতে থাইল্যান্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে ইস্টবেঙ্গল ০-১ হারছে। হঠাত তাঁর বাঁক খাওয়া শটে গোল পেয়ে যায় লাল-হলুদ।

১৯৭৫ সালে ভেটেরেন্স ক্লাবের বিচারে বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সুরজিৎ ( Surajit Sengupta )। ১৯৭৪ সালে এশিয়ান গেমসে জাতীয় টিমে অভিষেক। ১৯৭৯ পর্যন্ত টানা ভারতীয় টিমে খেলেছেন।

সম্পর্কিত পোস্ট