প্রথমবার জামাইষষ্ঠীতে পূর্ণদিবস ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমনের জেরে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের আওতায় জরুরী পরিষেবা ছাড়া সমস্ত সরকারি বেসরকারি অফিস এতদিন বন্ধ ছিলো। বুধবার থেকে ২৫% কর্মী নিয়ে সরকারি অফিস খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে জামাইষষ্ঠী থাকায় এই নির্দেশিকা কার্যকর হচ্ছে না এদিন। বুধবারের বদলে বৃহস্পতিবার থেকে ২৫% কর্মী নিয়ে রাজ্য সরকারি অফিস  খুলবে।

আজ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বুধবার জামাই ষষ্ঠীর দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ঐদিন সমস্ত সরকারি এবং আধা সরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে।

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর প্রথম জামাইষষ্ঠীতে হাফ ছুটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পূর্ণদিবল ছুটি ঘোষণা করায় স্বভাবতই খুশির আমেজে সরকারি কর্মচারীরা।

টিকাকরণে গতি আনতে বিশেষ মোবাইল অ্যাপ চালু করল স্বাস্থ্য দপ্তর

উল্লেখ্য ১৫ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জামাইষষ্ঠীর আগেই সেই  নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জামাইদের পাতে ইলিশ তুলে দিতে সোমবারই দীঘা, শঙ্করপুর, পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দিয়েছে বেশকিছু ট্রলার।

জামাইষষ্ঠীর আগের রাতেই সেগুলি ফিরে আসার কথা। দীঘার পাইকারী বাজারে এই মাছ উঠবে ১৭ তারিখ সকালে।

কলকাতা সংলগ্ন বাজারগুলিতে বছরের নতুন ইলিশের দেখা মিললেও মিলতে পারে ১৮ জুন। তবে মায়ানমারের ইলিশ ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে।

সম্পর্কিত পোস্ট