দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে শ্রীলঙ্কা সফরে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সীমান্ত নিয়ে ভারত-চিনের (Indo-China) দ্বন্দ্ব অব্যাহত। পড়শি দেশের আগ্রাসন নীতি চিন্তায় রেখেছে নয়াদিল্লিকে। উত্তরে পাকিস্তান, নেপালের সঙ্গে যেমন সখ্যতা বজায় রেখেছে চিন, তেমনই দক্ষিণে ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কাতেও প্রভাব বিস্তার করেছে বেজিং। ইতিমধ্যে সেদেশের হামবানটোটা বন্দর ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে চিন। আর এবার আরও একটি বন্দর তাদের হাতে আসতে পারে বলে খবর।
বিষয়টি মাথায় রেখেই দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে দক্ষিণে পাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এএনআই সূত্রে খবর, ২ অক্টোবর শ্রীলঙ্কা যাচ্ছেন শ্রিংলা। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে একাধিক বৈঠকে বসবেন তিনি। সেই বৈঠকে দ্বীপরাষ্ট্রটিতে চলতে থাকা ভারতের প্রকল্পগুলি ও করোনা মহামারী-সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হবে। তারপর অক্টোবরের ৫ তারিখ দেশে ফিরবেন বিদেশ সচিব। সূত্রের খবর, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন শ্রিংলা।
ডোকলামের পর গালওয়ানে ভারত-চীনের সংঘর্ষের পর থেকেই উভয় পড়শী রাজ্যের সম্পর্ক তলানীতে গিয়ে ঠেকেছে। ইতিমধ্যেই পরিকাঠামোগত উন্নয়নের নামে শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে চীন। যা একপ্রকার ফাঁদে ফেলা বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।