লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায় আরেকটি মেয়াদের জন্য রাজ্যের লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে এক বৈঠকে আগামী তিন বছরের জন্য তাঁকে লকায়ুক্ত হিসাবে নিয়োগ করা হল।
রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একই সঙ্গে আজ রাজ্যের মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সনের নামও চূড়ান্ত করা হয়েছে। কলকাতা হাইকোর্টের আরেক প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে ওই পদে বেছে নেওয়া হয়েছে । পাশাপাশি এই কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে প্রাক্তন বিচারপতি শিবকান্ত প্রসাদকে।
অধ্যক্ষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী বিধানসভার অধ্যক্ষের পাশাপাশি লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের পদাধিকারীদের নিয়োগ সংক্রান্ত কমিটিতে বিরোধী দলনেতা পদাধিকারবলে সদস্য। কিন্তু তিনি বৈঠকে উপস্থিত ছিলেন না। বিকল্প কোনও নামও প্রস্তাব করা হয়নি।
পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শারীরিক কারণে ভার্চুয়াল ভাবে বৈঠকে উপস্থিত ছিলেন বলে অধ্যক্ষ জানান।তিনি বলেন,এই প্রস্তাবিত নামগুলো এবার রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। তাঁর অনুমতি মিললেই নতুন পদের দায়িত্ব নেবেন মনোনীত সদস্যরা।তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির পাঠানো প্রস্তাব রাজ্যপাল মানতে বাধ্য বলে অধ্যক্ষের দাবি।
রেশন-আধার সংযুক্তিকরণের জন্য বিশেষ অভিযান
প্রসঙ্গত ২০১৮ সালে রাজ্যের লোকায়ুক্ত হিসেবে দায়িত্ব সামলেছেন অসীম রায়। তিন বছরে মেয়াদ শেষ হওয়ায় এই পদ খালি হয়ে যায়। ফের অসীমকুমার রায়ের নাম ওই বৈঠকে প্রস্তাবিত হওয়ায় মুখ্যমন্ত্রী তাতে সম্মতি দেন।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী রাজ্যপাল জগদীপ ধনকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন, রাজ্যপালের সাংবিধানিক গণ্ডিতে থেকেই কাজ করা উচিত। সেই এক্তিয়ার তিনি লঙ্ঘন করছেন।