ভালই আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, স্থিতিশীল মীরা ভট্টাচার্যও
দ্য কয়ারি ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ভালো আছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও। দুজনেই এই মুহূর্তে উডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকেরা তাদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন। আপাতত দুজনের স্বাস্থ্য নিয়েই খুব একটা চিন্তার কারণ দেখছেন না চিকিৎসকেরা।
বাইপাপ দেওয়ার ফলে নিজের হাতেই খাবার খাচ্ছেন বুদ্ধবাবু। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন তিনি।
উডল্যান্ড হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য তৈরি মেডিকেল বোর্ড এদের মিলিত হন। তার স্বাস্থ্য এবং সমস্ত রিপোর্ট তারা খতিয়ে দেখেন। এই নিয়ে তৃতীয় দিন হাসপাতালে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
চিকিৎসকরা জানাচ্ছেন রেমডিসিভির দেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধবাবুর। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছে। এই মুহূর্তে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা 92 শতাংশ।
চিকিৎসকরা যে রিপোর্ট পাচ্ছেন তাতে সন্তুষ্ট। তারা মনে করছেন আপাতত এই চিকিৎসাই চালিয়ে যেতে হবে। আপাতত ক্লেক্সন, রেমডিসিভির এবং সলিউমেড্রল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তাকে। একইসঙ্গে বাইপাপ সাপোর্টে রাখা হয়েছে এই প্রবীণ সিপিএম নেতাকে। রক্তচাপ ও হার্ট রেট নিয়ন্ত্রণে রয়েছে তাঁর।
এই মুহূর্তে বুদ্ধবাবু ডাঃ কৌশিক চক্রবর্তী, ডাঃ ধ্রুব ভট্টাচার্য এবং ডাঃ সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার এর রয়েছেন। মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসক ডাঃ সোমনাথ মাইতি, বক্ষ রোগ বিশেষজ্ঞ ডাঃ অংকন বন্দ্যোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সরোজ মন্ডল এবং এনেসথেসিওলজিস্ট ডাঃ আশীষ পাত্রর পরামর্শ নিচ্ছেন।
যেহেতু এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিকের দিকে তাই নতুন করে কোন ওষুধ দিতে চাইছেন না চিকিৎসকেরা। তবে পরে তাঁর শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনিও এই উডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা পরবর্তী পরিস্থিতিতে প্যানিক অ্যাটাক হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁর অবস্থাও আপাতত স্থিতিশীল।