প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রের খবর, ডাকলে সাড়া দিচ্ছেন। চোখ খুলে তাকানোর চেষ্টা করছেন। বুধবার শ্বাসকষ্টের কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

সূত্রের খবর, এখনও অবধি ভেন্টিলেশনে রয়েছেন বুদ্ধবাবু। তবে এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট প্রক্রিয়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল টিম। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের রক্তচাপ কম হয়েছে এবং পালস রেট স্বভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ৯৬ শতাংশ। ঘুমের ওষুধ দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ সরগরম ত্রিপুরা, জনসভা বাতিল মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে বিভিন্ন অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ দেওয়া হয়েছে বুদ্ধবাবুকে। শুক্রবার সকালে রাইলস টিউবে খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আগের থেকে সুস্থ হলেও সঙ্কট এখনও কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। নির্দিষ্ট সময় অন্তর রক্তপরীক্ষা করা হচ্ছে। আপাতত তাঁকে সম্পুর্ণ পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুহুদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু। বুধবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকার কারণে মেকানিকাল ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়। শুক্রবার তা অনেকটাই বেড়েছে। আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের।

সম্পর্কিত পোস্ট