সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, খুব শীঘ্রই বাড়ি ফিরছেন তিনি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংকটমুক্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার সকালে প্রেস বুলেটিনে এমনটাই জানালো উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, সমস্ত রকম ক্রিটিক্যাল প্যারামিটার যাচাই করেই দেখা গিয়েছে বুদ্ধবাবু এখন সংকটমুক্ত। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী সোমবার অথবা মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হতে পারে।
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এই মুহুর্তে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শরীরে অক্সিজেনের পরিমাণ আগের থেকে বেড়েছে। তবে অ্যান্টিবায়োটিকের যে কোর্স চালানো হচ্ছে সেটা আর দু থেকে তিন দিনের মধ্যে বাড়িয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে বুদ্ধবাবুকে হাসপাতালে রাখা ঠিক হবে না। তাঁর কোমর্বিডিটি থাকার কারণে কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা।
উল্লেখ্য, বহুদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তাঁর জ্ঞান ছিল না। প্রথমে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল। রাতে দেওয়া হয় ভেন্টিলেশনে। সংকট কমায় শুক্রবার ভেন্টিলেশন থেকে বার করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে।