মঙ্গলবার বাড়ি ফিরছেন বুদ্ধবাবু, জানালেন চিকিৎসকরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিপদমুক্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার সকালে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাতে ভালো ঘুম হয়েছে। শরীরের সমস্ত মাপকাঠি স্বাভাবিক রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার সকালে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, রাইলস টিউব খুলে দেওয়া হচ্ছে। রবিবার নিজে মুখেই খাবার খেয়েছেন তিনি। শক্ত খাবার এবং ফল খাচ্ছেন তিনি। সেই খাবার খেয়ে কারোর কোনও সমস্যা হয়নি। সকালে খবরের কাগজ পড়িয়ে শোনানো হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
চিকিৎসকদের তরফে আরও বলে হয়েছে, বেডের প্রান্তে বসতে পারছে বুদ্ধবাবু। তাঁর ফিজিও থেরাপি চলছে। এখন নিজে থেকেই নড়াচড়া করতে পারছেন তিনি। চলছে অন্যান্য ওষুধ। সুস্থতার অগ্রগতি এভাবে বাড়তে থাকলে মঙ্গলবার বাড়ি যেতে পারেন বুদ্ধবাবু।
আরও পড়ুনঃ সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, খুব শীঘ্রই বাড়ি ফিরছেন তিনি
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে বুদ্ধবাবুর বাড়িতে বাইপ্যাপ, অক্সিজেন সহ সমস্ত ব্যবস্থা রয়েছে। এবারে বাড়াবাড়ির কারণে তাঁকে হাসপাতালে আনতে হয়েছে। প্রত্যেকদিন চিকিৎসকরা তাঁকে একবার করে ভিজিট করবেন। সেইসঙ্গে চলবে তাঁর চেস্ট ফিজিও থেরাপি।
কয়েকদিন আগে শ্বাসকষ্ট সমস্যার কারণে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শরীরে অক্সিজেনের স্যাচুরেশন ৬৮ তে নেমে যায়। এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। রক্তচাপ, মূত্রের পরিমাণ এবং পালসে কোনও অসুবিধা নেই। জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার বাড়ি ফিরতে পারেন তিনি।