প্রশিক্ষণ ছাড়াই টিকা দিয়ে বিতর্কের মুখে আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ফের ভ্যাকসিন নিয়ে বিতর্ক। তবে এবার ভুয়ো ভ্যাকসিন নিয়ে নয়। বরং যিনি ভ্যাকসিন দিচ্ছেন, বিতর্ক তাকে নিয়ে। প্রশিক্ষণ ছাড়াই টিকা দিচ্ছেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসুম আরা।

আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইট করে ভিডিওটি প্রকাশ করেছেন। একই সঙ্গে গোটা ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তারা । এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসক মহলে। যদিও এই ঘটনার দায় এড়িয়ে গেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন খোদ প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসুম আরা।

তাবাসুম আরার কথায় তিনি ভ্যাকসিন দেননি। শুধু ইঞ্জেকশন ধরেছিলেন। তাই নিয়ে অযথা বিতর্ক তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন যে ছবি প্রকাশ্যে এসেছে তা কি মিথ্যে? ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাবাসুম আরা একজন ভদ্রমহিলাকে ভ্যাকসিন দিচ্ছেন। ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তিনি উঠে চেয়ার ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।

অগ্নিমিত্রা পাল টুইট করে লিখেছেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে সরকার। এর কোনো সীমা নেই। যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নয় তারা এসে টিকা দেওয়ার কাজ করছে।

বাবুল সুপ্রিয় টুইটে লিখেছেন, প্রশাসনের ওপর তৃণমূলের কোনও নিয়ন্ত্রণ নেই। আসানসোল পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য তাবাসুম আরা মানুষেক নিজেই টিকা দিচ্ছেন। আর মানুষের জীবন বিপন্ন করে তুলছেন। তাঁর রাজনৈতিক রঙ কি তাঁকে শাস্তির হাত থেকে বাঁচাবে?

উল্লেখ্য আসানসোল লচিপুর যৌনপল্লীতে চলছে করোনা টিকা দেওয়ার কাজ। আসানসোল পৌরসভা এবং দুর্বার সমিতির উদ্যোগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে যৌনকর্মীদের। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসুম আরা। সেখানেই তিনি নিজে হাতে করে যৌনকর্মীদের ভ্যাকসিন দেন।

যদিও এই ঘটনার দায় এড়িয়ে গিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁর মতে, স্বাস্থ্যকর্মীদের কাজ তাঁদের করাই ভাল। স্পর্শকাতর বিষয়ে অন্য কারও করা উচিত নয়। সেই ভিডিও প্রকাশ্যে নেই একাধিক প্রশ্ন তুলে দিলো বিরোধীরা ।

সম্পর্কিত পোস্ট