গোলপার্কের বাড়িতে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন। তারপর সমস্ত নথিপত্রের কাজ মিটিয়ে ফিরলেন গোলপার্কের বাড়িতে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আপাতত সেখানেই গৃহবন্দী থাকবেন তিনি। সোমবার বৃহত্তর বেঞ্চে সকাল ১১ টা থেকে মামলার শুনানী।
শনিবারই শোভন বান্ধবী অভিযোগ করেন, জোর করে আটকে রাখা হয়েছে শোভনকে। সরসারি সাংবাদিকদের সামনে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ শোভন চট্টোপাধ্যায় ভাল আছেন। তা সত্ত্বেও তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। অথচ সেখানে কোনো চিকিৎসাও হচ্ছে না। কাল থেকে কিছু খাননি শোভন বাবু। সেটাও হাসপাতাল কর্তৃপক্ষ দেখেননি।
এরপরই কার্যত তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য রাজনীতির অন্দরে। উডবার্ন ওয়ার্ডের বারান্দা থেকে আদালতের নির্দেশে গৃহবন্দি শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেন তাঁকে আটকে রাখা হয়েছে এসএসকেএমে। তিনি সুস্থ। বাড়ি নয়ত প্রেসিডেন্সি জেলেও ফিরতে চেয়েছিলেন। কিন্তু হাসপাতালে আর এক দণ্ড থাকতে রাজি নন তিনি।
ব্যক্তিগত ‘রিস্ক বন্ড’ দিয়ে তাঁকে বাড়ি ফেরানোর আবেদন করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। আইনজীবীর মারফত একইদিনে হাসপাতাল এবং জেল কর্তৃপক্ষের কাছে মোট পাঁচটি চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাড়িতে নিয়ে গিয়ে শোভনের ঠিকঠাক চিকিৎসা করাবেন তিনি।
এদিকে শনিবার বিকালে শোভন জানলা দিয়ে মুখ বের করে জানান, যুক্তি দেখাতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলছে এসএসকেএম কর্তৃপক্ষ। কিন্তু এভাবে তাঁকে দমিয়ে রাখা যাবে না। তিনি জানান, এসএসকেএমে না খেয়ে রয়েছেন।
SSKM থেকে প্রেসিডেন্সিতে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়
শোভন প্রশ্ন তোলেন, কেন নারদ মামলায় মাত্র চারজনকে আটক করে রাখা হয়েছে? জানান, তাঁর আর শারীরিক অসুবিধা নেই। তাঁকে প্রেসিডেন্সি জেলেও পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু হাসপাতালে আর তিনি থাকতে রাজি নন।
এই ঘটনার পরই রাজ্য রাজনীতিতে উথালপাতাল শুরু। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান, শোভন চট্টোপাধ্যায় হাউস অ্যারেস্টের নিয়ম ভঙ্গ করেছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, উনি জেলে থাকবেন না বলে হাসপাতালে গিয়ে থেকেছেন। হাইকোর্টের উচিত ওনাকে যথাযথ শাস্তি দেওয়া।
এদিন নাম না করেই শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন কুনাল ঘোষ। অধাধে তৃতীয় ব্যাক্তির আনাগোনা নিয়ে তিনি হাসাপাতাল সুপারের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
রাত ৯ টা নাগাদ এসএসকেএম থেকে প্রেসিডেন্সির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারপর সেখান থেকে তিনি গোলপার্কের বাড়িতে ফিরে যান তিনি।