দলীয় প্রধানের বিরুদ্ধে ধান বিক্রির টাকা আত্মসাৎ করার অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার রাজ্য সরকারের ধান বিক্রির টাকা আত্মসাৎ করার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই প্রধান বর্তমান ইংরেজবাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের ঘনিষ্ঠ।
প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার প্রধানের। ওই প্রধান কোন ভাবেই দুর্নীতির সাথে যুক্ত নয় দাবি নিহার রঞ্জন ঘোষের।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে কৃষ্ণেন্দু বাবু দাবি করেন রাজ্য সরকার যে ধান বিক্রির টাকা অর্থ বরাদ্দ করেছে সেই টাকা বেনিফিশিয়ারিদের না দিয়ে ইংরেজবাজার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজ্জাদ আলি আত্মসাৎ করেছে।
এমজিএন আর ইজিএস প্রকল্পের প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ বিজেপির প্রধানের বিরুদ্ধে
তিনি শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্বকে বারবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন।
সাজ্জাদ আলী বলেন ভিত্তিহীন অভিযোগ।এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইংরেজবাজারের বর্তমান তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ওই প্রধান কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়।
অন্যদিকে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল তারিয়ে তারিয়ে উপভোগ করছে বিজেপি।বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন এক সময় আমরা দুর্নীতির অভিযোগ করেছি। এখন তৃণমূলের নিজেদের দলের লোকেরাই অভিযোগ করছে। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল।