অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভর্তি দিল্লির AIIMS হাসপাতালে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমস হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। চিকিৎসক নীতীশ নায়েকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বয়সজনিত সমস্যা এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, শারীরিক দুর্বলতা অনুভব করছেন মনমোহন সিং। সঙ্গে সামান্য জ্বরও রয়েছে। পাশাপাশি শ্বাসকষ্ট জনিত সমস্যাতেও ভুগছেন দীর্ঘদিন।
চলতি বছরের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ৮৮ বছর বয়সি প্রবীণ কংগ্রেস নেতাকে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছিল।সেইসময় সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।কিন্তু এখন ফের শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দিল্লি এইমসে ভরতি করা হয়েছে।
মনমোহন সিং একজন প্রবীণ কংগ্রেস নেতা এবং বর্তমানে রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য। তিনি ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ২০০৯ সালে, তিনি এইমসে বাইপাস সার্জারি করিয়েছিলেন।