ডেঙ্গুতে আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বর্তমানে দিল্লির এইমসে  চিকিৎসারত আছেন। জানা গিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তিনি বর্তমানে আগের তুলনায় বেশ কিছুটা সুস্থ।

সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্ধক্যজনিত কারণে চিকিৎসা করতে গিয়ে বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছে চিকিৎসকদের। মূলত ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে ক্রমাগত প্লেটলেট হ্রাস পেতে থাকে প্রাক্তন প্রধানমন্ত্রীর। তবে বর্তমানে প্লেটলেট বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা বিপদমুক্ত হয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যাবেলা হঠাৎ করেই জ্বর আসার কারণে মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ নীতীশ নায়কের নির্দেশনায় চিকিৎসকদের একটি দল প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

সম্পর্কিত পোস্ট