করোনায় চতুর্থ মৃত্যু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে করোনা আক্রান্ত অবস্থায় চতুর্থ জনের মৃত্যুতে আশঙ্কা আরও বেড়েছে। মৃত ব্যক্তি পাঞ্জাবের নয়া শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, কিছুদিন আগেই ইতালি থেকে ভারতে এসেছিলেন বছর ৭০ এর বৃদ্ধ। বেশকিছুদিন ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। বেশকিছুদিন আইসোলেশনে থাকার পর বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর।

মৃত ব্যক্তি যে এলাকার বাসিন্দা, সেখানকার প্রায় ৩ কিলোমিটার এলাকা সিল করে দেওয়া হয়েছে।

 

এর আগে কর্নাটক, দিল্লি এবং মহারাষ্ট্রে তিন জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় প্রথম প্রাণ হারান কর্ণাটকের বাসিন্দা মহম্মদ হুসেন সিদ্দিকি। সূত্রের খবর, সৌদি আরবে তীর্থ করতে গিয়েছিলেন তিনি। তারপর ভারতে ফিরলেও তাঁর দেহে করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। কিন্তু পরবর্তীকালে শ্বাসকষ্ট এবং উচ্চরক্তচাপজনিত সমস্যা দেখা যায়। তখন পরীক্ষার মাধ্যমে ওই ব্যক্তির দেহে করোনাভাইরাসের সন্ধান মেলে। কিছুদিন আইসোলেশনে থাকার পর মৃত্যু হয় তাঁর।

সারা বিশ্বে দাবানলের মত ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ। ইতিমধ্যেই গোটা বিশ্বে প্রাণ হারিয়েছেন ৯ হাজারের অধিক মানুষ, ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জন। শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রিদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

সম্পর্কিত পোস্ট