কাস্তে-হাতুড়ি সরিয়ে লাল থেকে তেরঙ্গা, সিপিএম থেকে দূরত্ব বাড়ানোর পথে ফরওয়ার্ড ব্লক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বুধবার দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য কমিটিগুলির বৈঠকের পর ফরওয়ার্ড ব্লকের (Forward Block) পতাকা থেকে কাস্তে-হাতুড়ির বিদায় নিশ্চিত হয়ে গেল।

সম্ভবত পতাকার রংও পাল্টে যাবে। লালের বদলে তা হয়ে উঠবে তেরঙ্গা। ফরওয়ার্ড ব্লক নেতারা পরিষ্কার জানিয়েছেন, তাঁরা কমিউনিস্ট (Communist) নয়, নেতাজির আদর্শ মেনে জাতীয়তাবাদী দল (Nationalist Party) হিসেবে পরিচিত হতে চান।

দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লকের পতাকা বাকি বাম দলগুলোর মতোই রক্তবর্ণ। সেখানে সিংহের প্রতীকের পাশাপাশি কাস্তে-হাতুড়ি চিহ্ন‌ও দেখা যায়। কাস্তে-হাতুড়ি হল পৃথিবীজোড়া কমিউনিস্ট দলগুলোর এক অভিন্ন প্রতীক।

রাজ্য বামফ্রন্টের (Left Front) বাকি তিন প্রধান শরিক- সিপিএম, সিপিআই ও আরএসপির পতাকাতেও এই কাস্তে-হাতুড়ি আছে। এই তিনটি দল‌ই নিজেদের কমিউনিস্ট মতাদর্শের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকে।

তৃণমূল খাচ্ছে তৃণমূলকে? নাকি ধান্দাবাজদের রাজনীতিকরণ বগটুইয়ের জন্ম দেয়?

ফর‌ওয়ার্ড ব্লক নেতারা প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্য না করলেও ঘরোয়া আলোচনায় কান পাতলে যা শোনা যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, সিপিএমের থেকে সচেতনভাবেই তাঁরা দূরত্ব বাড়াতে চাইছেন।

পশ্চিমবঙ্গ (West Bengal) ও ত্রিপুরায় (Tripura) ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টে থাকলেও কেরালায় সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ (LDF) জোটে তাঁরা নেই। বরং সে রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) জোটের শরিক ফরওয়ার্ড ব্লক।

বাংলায় কিছু কিছু ক্ষেত্রে সিপিএমের ঘুরে দাঁড়ানোর বিষয় নজরে এলেও বাকি বাম শরিকদের মতো ফরওয়ার্ড ব্লকের জনভিত্তি পুরোপুরি ধসে গিয়েছে। নতুন প্রজন্ম একেবারেই দল নিয়ে আগ্রহী নয়।

সুভাষচন্দ্র বসুর (Subhash Chandra Bose) হাতে তৈরি দলটি অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী দিনে পতাকার রং বদলের সূত্র ধরে তৃণমূলের দিকে ঝুঁকে পড়তে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান। এমনিতেও পতাকার রং বদলের পর তাদের সঙ্গে তৃণমূলের বিশেষ পার্থক্য‌ও থাকবে না!

সম্পর্কিত পোস্ট