হিন্দুস্তান মোটরসের জমিতে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির নতুন ইউনিটের শিলন্যাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির নতুন ইউনিটের শিলন্যাস করবেন। পূর্বতন হিন্দুস্তান মোটরস এর কারখানার জমিতে এই ইউনিটটি গড়ে উঠতে চলেছে। নতুন কারখানায় রেলের কোচ তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রী টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি থেকেই ভার্চুয়ালি ফলতায় নতুন জাহাজ তৈরির কারখানারও শিলান্যাস করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। নয়ের দশকে এই হিন্দুস্থান মোটরসে অ্যাম্বাসাডর গাড়ি উৎপাদন বন্ধ করে দেয় বিড়লা গ্রুপ। একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই কারখানাটি খোলার চেষ্টা করে ব্যর্থ হন।বুধবার নতুন করে এই কারখানাটির পথচলা শুরু হতে চলেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কারখানাটি চালু হওয়ায় সাধারণ মানুষ অত্যন্ত খুশি। পুরনো অ্যাম্বাসাডর কারখানাকে আবার নতুন করে চালু করার বিষয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তবে সেই কারখানা আবার নতুন করে চালু হবে কি না, তার নিশ্চয়তা কোনও পক্ষই দিতে পারছেন না। অবশেষে আবার সেই হিন্দমোটর কারখানায় ওয়াগন তৈরির শব্দ শুনতে পাবেন সাধারণ মানুষ।

এর আগে ২০২০ সাল নাগাদ একটি খবরে জানা গিয়েছিল, উত্তরপাড়ার হিন্দুস্থান মোটরস কারখানা থেকে মেট্রো রেলের কোচ তৈরির পরিকল্পনা করেছিল একটি ইতালীয় সংস্থা। ওই সংস্থার ভারতীয় প্রতিনিধিদল কারখানা চত্বর পরিদর্শন করেও গিয়েছিল।

পর্যটন কেন্দ্রগুলিতে হস্তশিল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠী গুলির স্টল তৈরির নির্দেশ

কলকাতায় সরকারপক্ষের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করে তারা। তখন ঠিক হয়েছিল, প্রকল্পটি হলে মেট্রোর কোচ বড় ট্রেলারে সড়কপথে হিন্দমোটর থেকে পুণে নিয়ে যাওয়া হবে।

১৯৫৪ সালে ভারতের প্রথম চার চাকা গাড়ি তৈরি হয়েছিল এই হিন্দমোটর থেকেই। কিন্তু ২০১৪ সালে কারখানার ঝাঁপ বন্ধ হয়ে যায়। কারখানার একটি ছোট ইউনিট কিনে নেয় উত্তর ২৪ পরগনার টিটাগড় ওয়াগন লিমিটেড।

সেই ইউনিটে মালগাড়ির যন্ত্রাংশ, চাকা তৈরির কাজ হতো। রেলের মালগাড়ি তৈরির বরাতও পেয়েছিল সংস্থাটি। কয়েক বছর হল এখানে ইউএমইউ লোকাল ট্রেন তৈরির কাজও হয়েছে। এবার সেখান থেকেই মেট্রো রেলের কোচ তৈরি হবে বলে খবর।

সম্পর্কিত পোস্ট