৩০ অক্টোবর রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চারটি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন৷ সেই কেন্দ্রগুলি হল কোচবিহারের দিনহাটা, নদীয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগণার খড়দাহ এবং দক্ষিণ ২৪ পরগণার গোসাবা। ২ নভেম্বর ফল ঘোষণা। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন৷

বিধানসভা নির্বাচনে নদীয়ার শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটা কেন্দ্রে জয়ী হন বিজেপির দুই প্রার্থী নীশিথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার৷ কিন্তু ভোটের পরেও সাংসদ পদ থেকে অব্যহতি দেননি দু’জনেই। বরং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন নীশিথ। তাই ওই আসন দু’টি খালি থাকায় হবে উপ নির্বাচন৷

অন্যদিকে, উত্তর ২৪ পরগণার খড়দাহ আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কাজল সিনহা। বিধানসভা ভোটে জয়ী হলেও কোভিড কেড়ে নেয় প্রাণ। তাই ওই কেন্দ্রে ফের হবে উপ নির্বাচন। অন্যদিকে গোসাবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুর কারণে ওই আসনে হবে উপনির্বাচন৷

সম্পর্কিত পোস্ট