মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু চার ফুটবলার এবং ক্লাব প্রেসিডেন্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্রাজিলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ব্রাজিলের চতুর্থ ডিভিশনের ক্লাব পালমার চার ফুটবলার এবং ক্লাব প্রেসিডেন্টের। রবিবারের এই ঘটনা চাপেকোয়েন্সের স্মৃতি ফিরিয়ে দিল। শোকের ছায়া ফুটবলে মহলেও।

 

সূত্রের খবর, রবিবার একটি ছোট্ট বিমানে করে একটি প্রতিযোগিতায় যাচ্ছিলেন চার ফুটবলার এবং ক্লাব প্রেসিডেন্ট। ৮০০ কিমি দূরে গোইয়ানিয়াতে রওনা দেওয়ার কথা ছিল পালমার। কিন্তু টেক অফের পরেই ভেঙে পড়ে বিমান। টেক অফের পর পার্শ্ববর্তী জঙ্গলে ভেঙে পড়েও বিমান। যদিও কি কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

পালমাস ক্লাবের তরফে জানানো হয়েছে, “টেকানটাইজ অয়াভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে টেক অফের পড়ে ভেঙে পড়ে বিমান। দুর্ঘটনায় প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মমতার হুগলীর সভায় উপস্থিত থাকবেন ‘বেসুরো’ বিধায়ক? জল্পনা তুঙ্গে

মৃত্যু হয়েছে ক্লাব প্রেসিডেন্ট লুকাস মেইরা। মৃত চার ফুটবলাররা হলেন, লুকাস প্রোক্সেডেস, গুইলেরমে নোয়ে, রানুলে এবং মার্কাস মোলিনারি। শোকবার্তা জানিয়েছেন ব্রাজিল ফুটবল মহল এবং ফিফাও।

এর আগে ২০১৬ সালে কোপা সুদামেরিকানা ফাইলান খেলতে যাওয়ার সময় একইভাবে ভেঙে পড়ে চাপেকোয়েন্সের বিমকান। ঘটনায় মৃত্যু হয় সমস্ত ফুটবলারদের। রবিবার মর্মান্তিক বিমান দুর্ঘটনা সেই স্মৃতিকেই উস্কে দিল।

সম্পর্কিত পোস্ট