১৮ মাস পর জম্মু-কাশ্মীরে ফিরছে ফোর-জি ইন্টারনেট পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় ১৮ মাসের পর জম্মু-কাশ্মীরে ফিরছে ফোর জি ইন্টারনেট পরিষেবা। শুক্রবার এমনটাই জানালো জম্মু-কাশ্মীর প্রশাসন। ২০১৯ সালে ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই বন্ধ থাকে ফোর জি ইন্টারনেট পরিষেবা।
শুক্রবার টুইট করে এখবর জানালেন জম্মু-কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রোহিত কানসাল। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, শুক্রবার মধ্যরাত থেকে এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন তিনি।
4G mobile internet services being restored in entire J&K @diprjk
— Rohit Kansal (@kansalrohit69) February 5, 2021
যদিও ২০১৯ এর ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে ইন্টারনেট পরিষেবা। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা চালু করা হয়।
গত বছরের অগাস্ট মাসের পর জম্মু-কাশ্মীরের মাত্র একটি জেলায় ফোর জি পরিষেবা চালু করা হয়। কোনোরকম জঙ্গি কার্যকলাপ এবং ভুল তথ্য ছড়ানো রুখতেই ফোর জি পরিষেবা বন্ধ রাখে প্রশাসন।
4G Mubarak! For the first time since Aug 2019 all of J&K will have 4G mobile data. Better late than never.
— Omar Abdullah (@OmarAbdullah) February 5, 2021
বিশেষজ্ঞ মহলের মতে, এর ফলে অনেকেই কাজ হারান। অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ। টুইট করে জানালেন ফোর জি মোবারক।