কুঁদঘাটে নিকাশি নালার কাজে মৃত্যু চার শ্রমিকের, শোকের ছায়া মালদহে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার কুঁদঘাট এলাকায় নিকাশি নালার কাজ করতে নেমে প্রাণ হারান ৪ শ্রমিক। ম্যানহোলে নেমে কাজ করতে গিয়েছিলেন ৭ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি চার জনের মৃত্যু হয়েছে।
মৃত চার জনেই মালদহের মালদহের হরিশচন্দ্রপুরের মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব তালসুর এলাকার বাসিন্দা। লকডাউন ঘোষণা হতেই মালদহে গ্রামের বাড়িতে ফিরে আসেন সকলেই। ৪ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে রয়েছেন তিন ভাই ও।
মৃতদের মধ্যে তিন ভাই আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাবির আলি। অপর একজনের নাম লিয়াকত আলি। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই নেমে এসেছে শোকের ছায়া। ৩ ছেলের মৃত্যু শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা তোরাব আলি এবং মা রোজিনা বিবি।
সূত্রের খবর, বৃহস্পতিবার ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় ৭ জনকে। তাঁদের মধ্যে কিছু জনকে বাঘাযতীন হাসপাতালে এবং কিছুজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ ম্যানহোলে কাজ করতে গিয়ে তলিয়ে যান চার শ্রমিক, হাসাপাতালেই মৃত্যু হয়েছে তাদের
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দেন তিন ভাই। কিন্তু লকডাউনের সময় বাড়ি ফিরে আসেন। মাস তিনেক আগে ফের কাজের জন্য কলকাতায় যান তাঁরা। সেখানেই ঘটে মর্মান্তিক পরিস্থিতি।
মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কলকাতা পুরসভা। আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে কলকাতা পুরসভা। কি কারণে এই দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখার জন্য ৩ জনের একটি কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা।
এর আগে লকডাউনে চাঁচলের ২০ জন শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার মৃত্যু হল আরও ৪ জনের। এলাকায় কাজ নেই। তাই অন্য জায়গায় কাজের জন্য যেতে হয়। অভিযোগ, স্থানীয়দের।